নয়াদিল্লি: চলতি মরশুমে ঘরোয়া টুর্নামেন্টের ক্যালেন্ডার থেকে দলীপ ট্রফি ছেঁটে ফেলার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। অথচ এমন একটা গুরুত্বপূর্ণ ব্যাপারে সম্পূর্ণ অন্ধকারে বোর্ডের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। গতমাসে কলকাতায় টেকনিক্যাল কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে, গোলাপী বলে ম্যাচের পরীক্ষা চালিয়ে যাওয়া হবে।


কিন্তু সম্প্রতি বোর্ড যে ঘরোয়া টুর্নামেন্টের সূচী প্রকাশ করেছে, তাতে দলীপ ট্রফির উল্লেখ নেই। দলীপ ট্রফি কেন ছেঁটে ফেলা হল, তা জানতে চেয়ে জেনারেল ম্যানেজার এমভি শ্রীধরকে চিঠি লিখেছেন সৌরভ।

শ্রীধরকে লেখা ইমেলে সৌরভ লিখেছেন, সংবাদমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানতে পারছি যে, এই মরশুমে দলীপ ট্রফি নাও হতে পারে। এই খবর সত্যি কিনা জানি না। তবে আপনার নিশ্চয় মনে আছে যে, দলীপ ট্রফির ম্যাচগুলিতে গোলাপি বল ব্যবহার নিয়ে টেকনিক্যাল কমিটির সদস্যরা সহমত হয়েছিলেন। এবং টুর্নামেন্ট গত বছরের ফর্ম্যাটেই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

জানা গেছে, চলতি বর্ষার কথা মাথায় রেখে সৌরভ উত্তর ভারতের পরিবর্তে দক্ষিণ ভারতের কোনও শহরে করার প্রস্তাব দিয়েছিলেন। নাম প্রকাশে অনিচ্ছুক বোর্ডের এক আধিকারিক এ কথা জানিয়েছেন।

ঠাসা ঘরোয়া ক্রীড়াসূচীর প্রেক্ষাপটে দলীপ ট্রফির আয়োজন বোর্ডের পক্ষে খুবই কঠিন। কিন্তু বিভিন্ন প্রভাবশালী মহলের চাপে  বোর্ড সেপ্টেম্বরের দুটি সপ্তাহে এই টুর্মামেন্টের আয়োজন করতে পারে।