কলকাতা: ৩ অগাস্ট থেকে শুরু হচ্ছে ভারতের ওয়েস্ট ইন্ডিজ সফর। চলবে ৩ সেপ্টেম্বর পর্যন্ত। ক্যারিবিয়ান দলের বিরুদ্ধে প্রথমে ৩টি একদিনের ম্যাচ, তারপর ৩টি টি-টোয়েন্টি খেলবে ভারত। যার মধ্যে ২টি টি-টোয়েন্টি হবে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। সব শেষে ২টি টেস্ট খেলে দেশে ফিরবে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারত। ইতিমধ্যেই এই সফরের জন্য দলও ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সেখানে টেস্ট দলে রাখা হয়েছে ঋদ্ধিমান সাহাকে। স্কোয়াডে রাখা হয়েছে ইশান্ত শর্মা, উমেশ যাদবকে। একদিনের দলে জায়গা পেয়েছেন কেদার যাদবও। সদ্য সমাপ্ত বিশ্বকাপে যার পারফরম্যান্স একেবারেই আশাজনক ছিল না। স্কোয়াডে রাখা হয়েছে খলিল আহমেদ ও নবদ্বীপ সাইনিকে। টি-টোয়েন্টি দলে রাখা হয়েছে শ্রেয়স আইয়ার, ওয়াশিংটন সুন্দর, রাহুল চাহরের মতো ইয়ংস্টারদের। এই তিন দলের একটিতেও ঠাঁই পাননি ‘ভারতীয় এ’ দলের ইনফর্ম ব্যাটসম্যান শুভমন গিল। যা কার্যত হতাশ করেছে সৌরভ গঙ্গোপাধ্যায়কে।





ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে ইতিমধ্যেই সিরিজ জিতে এসেছে ‘ভারতীয় এ’ দল। সেখানে ৪ ম্যাচ ২১৮ রান করে দেশের জয় উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের এই তারকা। দলে তাঁকে রাখা হয়নি দেখে শুভমন নিজেও হতাশ। তবে পারফরম্যান্স করেই দলে ঢোকার লড়াই তিনি জারি রাখবেন বলেই জানিয়েছেন। দল নির্বাচন নিয়ে সৌরভের বক্তব্য, “এমন অনেকেই রয়েছে যারা সবধরনের ফরম্যাটে খেলতে পারবে। ওয়ান ডে দল শুভমন (গিল), (অজিঙ্ক) রাহানেকে না দেখতে পেয়ে অবাক হয়েছি”।





প্রাক্তন ভারত অধিনায়কের মতে, “সময় এসেছে, নির্বাচকদের ভাবতে হবে। এমন কিছু প্লেয়ারকে বাছাই করতে হবে যারা সব ধরনের ক্রিকেট খেলতে পারবে। আত্মবিশ্বাস বাড়ানোর জন্যই এটার প্রয়োজন। দলে কয়েকজন প্লেয়াররাই রয়েছে, যারা সবধরনের ক্রিকেট খেলছে। এটা কাউকে খুশি করার বিষয় নয়। দেশের জন্য ও ধারাবাহিক পারফরম্যান্সের জন্যই এটা করা প্রয়োজন।”