কলকাতা: এমসিসি ওয়ার্ল্ড ক্রিকেট কমিটির বৈঠকে যোগ দিতে লন্ডনে যাবেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। আগামী ৩ ও ৪ জুলাই লর্ডসে এই বৈঠক হবে। অন্যান্য বিষয়ের সঙ্গে ২০২৪ বিশ্বকাপে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করা, বেতন নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে ক্রিকেটারদের বিরোধ এবং চার দিনের টেস্টের পরিকল্পনা নিয়ে আলোচনা হবে।


আইসিসি চিফ এগজিকিউটিভ ডেভ রিচার্ডসন বলেছেন, সেপ্টেম্বরের মধ্যেই আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ২০২৪ অলিম্পিকে নতুন খেলা অন্তর্ভুক্ত করার বিষয়ে সিদ্ধান্ত নেবে। তাই জুলাইয়ের মধ্যেই অলিম্পিকে টি-২০ ক্রিকেটকে যুক্ত করার আবেদনের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। সেই কারণে এই বৈঠক গুরুত্বপূর্ণ। সৌরভ অবশ্য এই বৈঠক প্রসঙ্গে বলেছেন, অলিম্পিকে টি-২০ ক্রিকেট যুক্ত করার বিষয়ে আগ্রহী নয় বিসিসিআই। এর আগেও এ বিষয়ে আলোচনা হয়েছে। বিসিসিআই-এর অবস্থান বদলের সম্ভাবনা নেই।

চার দিনের দিন-রাতের টেস্ট ম্যাচের পরিকল্পনা, ডিআরএস, তৃতীয় আম্পায়ারকে নো বল ডাকার ক্ষমতা দেওয়া, ক্রিকেটে দুর্নীতি, ভারতীয় ক্রিকেট বোর্ডের বর্তমান প্রশাসনিক অবস্থা, পাকিস্তানে কমনওয়েলথ ক্রিকেট দল পাঠানোর বিষয়েও আলোচনা হবে এই বৈঠকে। ইংল্যান্ডের ক্রিকেটার জনি বেয়ারস্টো বর্তমান ক্রিকেটারদের মতামত পেশ করবেন।