নয়াদিল্লি: ২৩ অক্টোবর নয়া বিসিসিআই সভাপতি হিসেবে দায়িত্ব নিচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। পরের দিনই তিনি মহেন্দ্র সিংহ ধোনির ভবিষ্যতের বিষয়ে নির্বাচকদের সঙ্গে আলোচনায় বসছেন। বাংলাদেশের বিরুদ্ধে ঘরের মাঠে টি-২০ সিরিজের জন্য দল বাছাই ২৪ অক্টোবর। সেদিনই দল বাছাইয়ের বিষয়ে বৈঠক শুরু হওয়ার আগে প্রধান নির্বাচক এমএসকে প্রসাদ সহ অন্যান্য নির্বাচকদের সঙ্গে কথা বলবেন সৌরভ।


বিশ্বকাপের পর থেকেই জাতীয় দলের বাইরে ধোনি। গত কয়েকমাস ধরে ক্রিকেটের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই। তিনি আর খেলবেন কি না, সেটা নিয়ে জল্পনা চলছে। এ প্রসঙ্গে ধোনির প্রাক্তন সতীর্থ সৌরভ বলেছেন, ‘নির্বাচকরা কী ভাবছেন, সেটা আমি তাঁদের সঙ্গে বৈঠকে জেনে নেব। তারপর আমি এ বিষয়ে মতামত জানাব। আমি এতদিন এ বিষয়ে জড়িত ছিলাম না। আমি ২৪ অক্টোবর প্রথমবার নির্বাচক কমিটির সঙ্গে বৈঠকে যোগ দেব। দেখা যাক ধোনি কী চায়।’