ভুবনেশ্বর: রেস্তোরাঁয় খেতে গিয়ে টেবিলে বসেই ‘ওয়েটার’ বলে হাঁক দেওয়ার অভ্যেস অনেকের। তারপরই সুসজ্জিত পরিবেশকরা পছন্দের ডিশ নিয়ে হাজির হন টেবিলের সামনে। এই দৃশ্য দেখতেই অভ্যস্ত আমরা। কিন্তু ভাবুন তো আপনি কোথাও সবাই মিলে খেতে গেলেন, আর আপনার সামনে মেনুকার্ড হাতে এগিয়ে এল রোবট?
ঠিক এমনটাই ঘটবে যদি আপনি ভুবনেশ্বরের একটি রেস্টুরেন্টে যান!

রোবটরাই এই রেস্তোরাঁয় খাবার পরিবেশন করবে। তাদের কী বলে ডাকবেন? রেস্তোরাঁর মালিক জিত বাসা বললেন, ‘ভারতীয় রোবট তো, তাই নাম রেখেছি চম্পা আর চামেলি।’
আপাতত সেখানে দুটি রোবট কর্মরত। দেখুন রোবটের খাবার পরিবেশনের ভিডিও। শুধু খাবার টেবিলে টেবিলে পৌঁছে দেওয়াই নয়, বেশ কয়েকটি ভাষায় চোস্ত এই রোবট। বলতে পারে ওড়িয়াও।