ঠিক এমনটাই ঘটবে যদি আপনি ভুবনেশ্বরের একটি রেস্টুরেন্টে যান!
রোবটরাই এই রেস্তোরাঁয় খাবার পরিবেশন করবে। তাদের কী বলে ডাকবেন? রেস্তোরাঁর মালিক জিত বাসা বললেন, ‘ভারতীয় রোবট তো, তাই নাম রেখেছি চম্পা আর চামেলি।’
আপাতত সেখানে দুটি রোবট কর্মরত। দেখুন রোবটের খাবার পরিবেশনের ভিডিও। শুধু খাবার টেবিলে টেবিলে পৌঁছে দেওয়াই নয়, বেশ কয়েকটি ভাষায় চোস্ত এই রোবট। বলতে পারে ওড়িয়াও।