কলকাতা: বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি নাকি যশপ্রীত বুমরাহর ফিটনেস পরীক্ষা নিতে চায়নি। যা নিয়ে কয়েকদিন ধরে বিতর্ক চলছে ভারতীয় ক্রিকেটের অন্দরমহলে। বিতর্কের অবসানে এবার ময়দানে নামলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বোর্ড প্রেসিডেন্ট জানিয়ে দিলেন, এ নিয়ে তিনি এনসিএ প্রধান রাহুল দ্রাবিড়ের সঙ্গে কথা বলবেন।
শুক্রবার কলকাতায় একটি অনুষ্ঠানের পর সাংবাদিকদের সৌরভ বলেছেন, ‘আমি খোঁজ নিয়ে দেখব এর কারণ কী। আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের প্রতিনিধিত্ব করা প্রত্যেক ক্রিকেটারকে এনসিএ-র ওপর ভরসা করতে হবে। আমি দায়িত্ব নিয়েছি মাস দুয়েক হল। আমি এ নিয়ে রাহুলের সঙ্গে কথা বলব। এর মধ্যে ওর সঙ্গে বার দুয়েক দেখা হয়েছে। কী সমস্যা জেনে সমাধানের চেষ্টা করব।’
সৌরভ যোগ করেছেন, ‘বাইরে থেকে দেখে মনে হবে বুমরাহ অনেকদিন চোটের কারণে দলের বাইরে। ওকে যখন ফেরত পাঠানো হয়, তখন গোটা প্রক্রিয়াটার মধ্যে আমি ছিলাম না। কী হয়েছিল? তবে আমি বলতে পারি, এনসিএ ভারতীয় ক্রিকেটারদের জন্যই। চোট সারানো ও রিহ্যাবের জন্য প্রত্যেককে এনসিএ-র মাধ্যমেই এগতে হবে।’
পিঠে স্ট্রেস ফ্র্যাকচার হয়েছিল বুমরাহর। বেশ কিছুদিন মাঠের বাইরে তিনি। তবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের দ্বিতীয় ওয়ান ডে-র আগে নেটে বল করেন গুজরাতের পেসার। যদিও এনসিএ তাঁর রুটিন ফিটনেস টেস্ট নিতে অস্বীকার করেছে বলে খবর। সূত্রের খবর, চোট পাওয়ার পর রিহ্যাবের জন্য এনসিএ-তে যেতে চাননি বুমরাহ। যা থেকে বিতর্কের সূত্রপাত।
জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতেই বুমরাহর ফিটনেস টেস্ট করা নিয়ে দ্রাবিড়ের সঙ্গে কথা বলবেন সৌরভ
Web Desk, ABP Ananda
Updated at:
21 Dec 2019 01:56 PM (IST)
পিঠে স্ট্রেস ফ্র্যাকচার হয়েছিল বুমরাহর। বেশ কিছুদিন মাঠের বাইরে তিনি। তবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের দ্বিতীয় ওয়ান ডে-র আগে নেটে বল করেন গুজরাতের পেসার। যদিও এনসিএ তাঁর রুটিন ফিটনেস টেস্ট নিতে অস্বীকার করেছে বলে খবর।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -