ওই সংস্থায় থাকা বাচ্চাদের কেউ চান সচিনের সঙ্গে দেখা করতে। কারও স্বপ্নের নায়ক ধোনি। কারও আবার রোনাল্ডো। কেউ আবার কোহলির দাড়ির ভক্ত! ২২ গজের নায়ককে এত কাছাকাছি পেয়ে আপ্লুত কচিকাঁচারা। সবাইকে উপহার দেওয়ার পাশাপাশি আনন্দ করলেনও চুটিয়ে। আলিঙ্গন করলেন তাদের। সকলকে বড়দিন ও নতুন বছরের আগাম শুভেচ্ছা জানালেন তিনি। কোহলির এই ভিডিও দেখে তাঁর ভক্তরাও আপ্লুত। সোশ্যাল মিডিয়া ভাসছে নেটিজেনদের প্রশংসা বার্তায়। দেখুন ভিডিও, সান্তা সেজে কলকাতায় দরিদ্র শিশুদের পছন্দের উপহার দিলেন বিরাট কোহলি
Web Desk, ABP Ananda | 21 Dec 2019 09:42 AM (IST)
ভিডিওতে দেখা গেল কলকাতায় একটি দরিদ্র শিশুদের জন্য তৈরি একটি সংস্থার বাচ্চাদের পছন্দের উপহার তুলে দিচ্ছেন ক্যাপ্টেন কোহলি। তাও আবার সান্তা ক্লজের সাজে।
কলকাতা: সামনেই বড়দিন। তার আগে ‘সিক্রেট সান্তা’ খেলায় মজেছেন অনেকেই। সান্তা যেমন বড়দিনে ছোটদের হাতে পছন্দের উপহার পৌঁছে দেন, ঠিক তেমনই প্রিয় জনের হাতে চুপিচুপি প্রিয় জিনিস পৌঁছে দেওয়ার খেলাই ‘সিক্রেট সান্তা’। কিন্তু যাদের কাছে পছন্দের খেলনা, সান্তার উপহার, সবই দূরের স্বপ্ন, তাদের জন্যই এবার ‘সিক্রেট সান্তা’ হলেন বিরাট কোহলি। একটি টিভি চ্যানেলের সম্প্রতি শেয়ার করা ভিডিওতে দেখা গেল কলকাতায় একটি দরিদ্র শিশুদের জন্য তৈরি একটি সংস্থার বাচ্চাদের পছন্দের উপহার তুলে দিচ্ছেন ক্যাপ্টেন কোহলি। তাও আবার সান্তা ক্লজের সাজে। সেই ভিডিও এখন ভাইরাল।