নয়াদিল্লি: সম্প্রতি ভারতীয় দলের হেড কোচ হিসেবে বেছে নেওয়া হয়েছে অনিল কুম্বলেকে। ভারতের ক্রিকেট দলের হেড কোচ বাছাইয়ের ইন্টারভিউ নিয়ে প্রাক্তন টিম ডিরেক্টর রবি শাস্ত্রীর দাবি ঘিরে বিতর্ক দানা বেঁধেছে। কিন্তু এই বিষয়ে কোনও মন্তব্য করতে অস্বীকার করলেন ভারতের প্রাক্তন অধিনায়ক তথা সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। উল্লেখ্য, বিসিসিআইয়ের ক্রিকেট অ্যাডভাইসরি কমিটি ভারতীয় দলের কোচ পদে প্রার্থীদের ইন্টারভিউ নিয়েছিল। সৌরভ ছাড়াও প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকর ও ভিভি এস লক্ষ্মণ এই কমিটির সদস্য। কোঅর্ডিনেটর বোর্ডের কনভেনর সঞ্জয় জাগদালে।
কোচ পদে অন্যতম দাবিদার ছিলেন রবি শাস্ত্রী। কয়েকদিন আগে একটি সংবাদপত্রকে সাক্ষাত্কার দিতে গিয়ে শাস্ত্রী দাবি করেন যে, তিনি যখন বোর্ডের কমিটির কাছে ইন্টারভিউ দিয়েছিলেন তখন উপস্থিত ছিলেন না সৌরভ।
কোচ পদে নির্বাচিত হতে না পেরে হতাশাও গোপন করেননি শাস্ত্রী। সৌরভের অনুপস্থিতি নিয়ে তাঁর মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়।
গত ২১ জুন কলকাতায় কোচ বাছাইয়ের জন্য ইন্টারভিউ হয়। বিকেল ৫ থেকে ৬টার মধ্যে শাস্ত্রী ইন্টারভিউ দিয়েছিলেন। espncricinfo.com  অনুসারে, ইন্টারভিউর সময় পূর্ব নির্ধারিত কর্মসূচী অনুযায়ী দুবার বাইরে চলে গিয়েছিলেন। দুপুর একটার সময় নিজের বই সংক্রান্ত অনুষ্ঠানের জন্য তাঁকে যেতে হয়েছিল। ফের সন্ধে ছয়টার সময় সিএবির বৈঠকের জন্য তাঁকে ইডেনে যেতে হয়েছিল।সেখান থেকে সাড়ে ছয়টার সময় ফের ইন্টারভিউ নিতে ফিরে আসেন তিনি। শাস্ত্রীর ইন্টারভিউ হয়েছিল ৫ থেকে ৬ টার মধ্যে।
ইন্টারভিউ সম্পর্কে শাস্ত্রীর মন্তব্য নিয়ে কিছু বলতে অস্বীকার করেছেন সৌরভ। তিনি বলেছেন, কোচ পদে ইন্টারভিউ গোপন ব্যাপার। শাস্ত্রীর বক্তব্য সম্পর্কে আমি কিছু বলতে পারি না। এ ব্যাপারে কমিটির অন্য সদস্যদের জিজ্ঞাসা করতে পারেন।