টিম ডিরেক্টর হিসেবে এত ভাল ফল করা সত্ত্বেও কেন তাঁর চাকরির সময়সীমা বাড়াল না বিসিসিআই? শাস্ত্রীর স্পষ্ট কথা, সেটা বোর্ডের মাথাব্যথা, তাঁর নয়। কুম্বলের নিয়োগ আগে থেকে ঠিক করে রাখা ছিল কিনা, তাও জানেন না তিনি। তাঁর পক্ষে যা যা করার ছিল, তিনি করেছেন। ইন্টারভিউ প্রক্রিয়া স্বচ্ছ ছিল কিনা, সে ব্যাপারে তাঁর কোনও ধারণা নেই। তাঁর কাজ ছিল, ইন্টারভিউ দেওয়া, তা দিয়ে আসেন তিনি। বন্ধ দরজার ভেতরে কী ঘটছে, সেটা তাঁর দেখার কথা নয়।
সৌরভকে প্রশ্ন করুন, ওঁর আমার সঙ্গে প্রবলেমটা কী: রবি শাস্ত্রী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
28 Jun 2016 04:41 AM (IST)
NEXT
PREV
নয়াদিল্লি: হেড কোচ পদের জন্য তিনি যখন ইন্টারভিউ দিচ্ছিলেন, তখন সৌরভ গঙ্গোপাধ্যায় সেখানে ছিলেন না। তাঁকে সৌরভের কেন অপছন্দ, সেটা সৌরভকে জিজ্ঞাসা করলেই জানা যাবে, তাঁকে নয়। তাঁর ইন্টারভিউ চলাকালীন সৌরভ বেরিয়ে যান বলে যে খবর, তাতে এভাবেই ইন্ধন দিলেন রবি শাস্ত্রী। এক সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে শাস্ত্রী স্বীকার করেছেন, ভারতীয় দলের হেড কোচ হওয়ার দৌড়ে অনিল কুম্বলের কাছে পরাজয়ের পর হতাশা ঘিরে ধরেছিল তাঁকে। পরে অবশ্য তা কাটিয়ে ওঠেন। তিনি জানিয়েছেন, ইন্টারভিউ চলাকালীন, সচিন তেণ্ডুলকর, সঞ্জয় জাগদালে ও ভিভিএস লক্ষ্মণের সঙ্গে ভারতীয় দলের ভবিষ্যৎ নিয়ে তাঁর ভাল কথাবার্তা হয়। তিনি টিম ডিরেক্টর থাকাকালীন দলে যা যা উন্নতি হয়েছে, আলোচনা হয় তা নিয়েও। শাস্ত্রীর দাবি, তাঁর সময়ে বিদেশে যথেষ্ট ভাল ফল করেছে টিম ইন্ডিয়া। টেস্ট ক্রিকেটে আমরা যে এক নম্বরে নেই, তার কারণ গত ছ’মাস ওই ফর্ম্যাটে খেলিনি আমরা। তবে তাঁর ধারণা, আগামী ৩ বছরে দল আরও ভাল করবে। শাস্ত্রী জানিয়েছেন, ভারতীয় দলের সাহায্যে তিনি সবসময় আছেন, তবে এই মুহূর্তে ক্রিকেট থেকে বিরতিতে আগ্রহী।
টিম ডিরেক্টর হিসেবে এত ভাল ফল করা সত্ত্বেও কেন তাঁর চাকরির সময়সীমা বাড়াল না বিসিসিআই? শাস্ত্রীর স্পষ্ট কথা, সেটা বোর্ডের মাথাব্যথা, তাঁর নয়। কুম্বলের নিয়োগ আগে থেকে ঠিক করে রাখা ছিল কিনা, তাও জানেন না তিনি। তাঁর পক্ষে যা যা করার ছিল, তিনি করেছেন। ইন্টারভিউ প্রক্রিয়া স্বচ্ছ ছিল কিনা, সে ব্যাপারে তাঁর কোনও ধারণা নেই। তাঁর কাজ ছিল, ইন্টারভিউ দেওয়া, তা দিয়ে আসেন তিনি। বন্ধ দরজার ভেতরে কী ঘটছে, সেটা তাঁর দেখার কথা নয়।
টিম ডিরেক্টর হিসেবে এত ভাল ফল করা সত্ত্বেও কেন তাঁর চাকরির সময়সীমা বাড়াল না বিসিসিআই? শাস্ত্রীর স্পষ্ট কথা, সেটা বোর্ডের মাথাব্যথা, তাঁর নয়। কুম্বলের নিয়োগ আগে থেকে ঠিক করে রাখা ছিল কিনা, তাও জানেন না তিনি। তাঁর পক্ষে যা যা করার ছিল, তিনি করেছেন। ইন্টারভিউ প্রক্রিয়া স্বচ্ছ ছিল কিনা, সে ব্যাপারে তাঁর কোনও ধারণা নেই। তাঁর কাজ ছিল, ইন্টারভিউ দেওয়া, তা দিয়ে আসেন তিনি। বন্ধ দরজার ভেতরে কী ঘটছে, সেটা তাঁর দেখার কথা নয়।
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -