কলকাতা: টি-২০ ম্যাচে মহেন্দ্র সিংহ ধোনিকে খোলা মনে খেলার পরামর্শ দিলেন প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।


ক্রিকেটের সংক্ষিপ্ত ফর্ম্যাটে ধোনির প্রয়োজনীয়তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছেন দেশের একাধিক প্রাক্তন ক্রিকেট-তারকা। অজিত আগরকর ও ভিভিএস লক্ষ্মণ ধোনির টি-২০ ভবিষ্যত নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন।


ভারতীয় দলে তাঁর উত্তরসূরীকে অবশ্য আক্রমণ করলেন না সৌরভ। তিনি বলেন, একদিনের ম্যাচের তুলনায় টি-২০তে ধোনির রেকর্ড তেমন ভাল নয়। আশা করি কোহলি ও টিম ম্যানেজমেন্ট ওর সঙ্গে আলাদা ভাবে কথা বলবে।


ধোনির ক্রিকেটীয় ক্ষমতা অসাধারণ মনে করিয়ে দিয়ে সৌরভের পরামর্শ, ও যদি টি-২০তে ভিন্ন পন্থা অবলম্বন করে তাহলে ও সফল হবেই। প্রাক্তন ভারত অধিনায়কের মতে, ধোনির উচিত টি-২০তে মন খুলে খেলা। তবে, গোটা বিষয়টি নির্ভর করছে নির্বাচকরা ধোনিকে  কেমনভাবে ব্যবহার করতে চাইছে তার ওপর।


একইসঙ্গে, তিনি মনে করেন, একদিনের ম্যাচে ধোনির ভূমিকা একেবারে অন্য গল্প। সৌরভ বলেন, আমার মনে হয় এখন ওর উচিত একদিনের ম্যাচ খেলে যাওয়া। এখনও একদিনের ম্যাচকে ধোনির অনেক কিছু দেওয়া বাকি রয়েছে।