রাজপুর:  সোনারপুরের রাজপুরে সাত বছরের মেয়েকে যৌন নিগ্রহের অভিযোগ। গ্রেফতার অভিযুক্ত প্রতিবেশী। একরত্তি মেয়েটার ওপর দিয়ে যে ঝড় বয়ে গেছে, সেটা ওর মুখ দেখলেই বোঝা যায়। আতঙ্ক এতটাই যে, ঘুমের মধ্যেও ফুঁপিয়ে উঠেছে বেশ কয়েকবার। পাশের বাড়ির যে জেঠুর সঙ্গে তার নিত্য খুনসুটি, সেই কি না...যৌন হেনস্থা করল ছোট্ট মেয়েটির।

শনিবার সন্ধেয় সোনারপুরের রাজপুরে, ৭ বছরের মেয়েকে দোকানে পাঠিয়েছিলেন মা। সেখানেই তার সঙ্গে দেখা হয় প্রতিবেশী সাহাদত মোল্লার।

প্রত্যক্ষদর্শীদের দাবি, ছোট্ট মেয়েটাকে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে ডেকে নিয়ে যান সাহাদত। এরপর পাড়ারই একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে গিয়ে ওই শিশুর যৌন নিগ্রহ করেন বলে অভিযোগ।

নির্যাতিতার মা-বাবার দাবি, কৈফিয়ৎ চাইতেই সাহাদত মোল্লা প্রচণ্ড রেগে যান। অভিযোগ, নির্যাতিতার বাবাকে চড় মারেন তিনি। রবিবার সকালে বারুইপুরের পুড়ালি এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের বিরুদ্ধে পকসো আইনের ধারায় মামলা রুজু করা হয়েছে।