নয়াদিল্লি: টিম ইন্ডিয়ার বর্তমান দলে অন্যতম সদস্য কুলদীপ যাদব। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁর টেস্ট অভিষেক সিরিজেই নজর কাড়েন তিনি। তাঁর স্পিনের ভেল্কিতে বিপক্ষ ব্যাটসম্যানরা নাস্তানাবুদ হয়ে পড়েন। বহু ম্যাচে মোড় ঘুরিয়ে দিয়েছেন এই তরুণ বাঁ-হাতি চায়নাম্যান বোলার।


কিন্তু, পথ সবসময় মসৃণ ছিল না। কুলদীপ জানান, একটা সময় ছিল, যখন উত্তরপ্রদেশ দলে জায়গা না মেলায় তিনি ভেবেছিলেন আত্মহত্যা করবেন। তিনি বলেন, দলে জায়গা পাওয়ার জন্য আমি প্রচণ্ড খেটেছিলাম। কিন্তু, তা সত্ত্বেও জায়গা পাইনি। তখন ভেবেছিলাম হয় খেলা ছেড়ে দেব, না হলে আত্মহত্যা করব।


কুলদীপ যোগ করেন, ছোটবেলা থেকেই তিনি মেধাবি ছাত্র ছিলেন। স্রেফ মজার জন্য ক্রিকেট খেলতেন। কখনই ক্রিকেটকে কেরিয়ার করতে চাননি। উল্টে, ছেলের মধ্যে ক্রিকেটীয় প্রতিভা দেখে কুলদীপকে কোচের কাছে নিয়ে যান তাঁর বাবা।


কুলদীপ জানান, তিনি পেস বোলার হতে চেয়েছিলেন। কিন্তু, তাঁর কোচ জানান, স্পিন বোলার হলে তিনি বেশি সফল হবেন। এরপর থেকে নিজকে চায়নাম্যান বোলার হিসেবে গড়ে তোলার কাজ শুরু করেন কুলদীপ। বলেন, আমি ওয়ার্নের ভিডিও দেখতে শুরু করি। ওয়ার্নের বল গ্রিপ করা, বলের লেংথ, ক্রিজের ব্যবহার--- এসব খুঁটিয়ে দেখতে থাকি।