কলকাতা: নিজেকে খেলা মেলে ধরতে একজন খেলোয়াড়ের মানসিকতা কতটা গুরুত্বপূর্ণ, তা নিয়ে বই লিখছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি নিজেই এ কথা জানিয়েছেন।


বই লেখার মতো কাজ তাঁর পক্ষে দুঃস্বপ্নের মতো হলেও এবার তেমন কাজেই হাত দিয়েছেন সৌরভ।

একটি বই প্রকাশ অনুষ্ঠানে সৌরভ বলেছেন, চেয়ারে বসে লেখা, কাউকে দিয়ে লেখানো, তারপর সেটা সংশোঝন করা, নির্ধারিত সময়ে প্রকাশকের কাছে পৌঁছে দেওয়া, দুঃস্বপ্নের মতো। এই কারণেই তাঁর আত্মজীবনী লেখা হয়ে ওঠেনি বলে জানালেন তিনি।

সৌরভ বলেছেন, তাঁকে অনেকবারই আত্মজীবনী লেখার কথা বলা হয়েছে। কিন্তু রাজি হননি তিনি। এবার অবশ্য খেলায় মাইন্ড গেম নিয়ে বই লিখছেন। তবে কাজটা যে খুব একঘেঁয়ে তাও জানাতে ভোলেননি সৌরভ।

ভারতীয় ক্রিকেট দলে আগ্রাসী মানসিকতার আমদানি সৌরভের হাত ধরেই ঘটেছিল বলে মনে করেন অনেক বিশেষজ্ঞই। চার বছর পর দলে ফিরে আসা, দেশের অন্যতম সেরা অধিনায়ক হয়ে ওঠা থেকে শুরু করে কোচ গ্রেগ চ্যাপেলের সঙ্গে তাঁর সংঘাত, আত্মজীবনী লেখার বিষয়বস্তুতে ভরপুর সৌরভের ক্রিকেট কেরিয়ার। কিন্তু এরপরও সৌরভ আত্মজীবনী লেখার কথা ভাবছেন না। তাঁর কথায়, সত্যি বলতে কী, গত ১৫-২০ বছরে কী হয়েছে, তা নিয়ে আত্মজীবনী লেখার মতো ধৈর্য্য বা সময় আমার নেই।

বই পড়ার অভ্যেসও নেই সৌরভের। তিনি বলেছেন, ‘যখন অধিনায়ক হয়েছিলাম তখন অনেকেই জানতে চাইত যে, আমি মাইক ব্রিয়ারলির দ্য আর্ট অফ ক্যাপ্টেন্সি বা সুনীল গাওস্করের বই পড়েছি কিনা। এর উত্তরে বলতাম, হ্যাঁ, শুধু প্রথম পাতাটাই দেখেছি’।