কলকাতা: শক্তির নিরিখে ভারতীয় ক্রিকেট দল বিশ্বকাপ তো বটেই, যে কোনও টুর্নামেন্টেই ফেভারিট। ভারতের সঙ্গেই অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও পাকিস্তান বিশ্বকাপের সেমিফাইনালে উঠবে বলে মনে করছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
২০০৩-এর বিশ্বকাপে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন ভারতীয় দল ফাইনালে উঠেছিল। ভারতের প্রাক্তন অধিনায়ক মনে করছেন, আগামী বিশ্বকাপের রাউন্ড রবিন ফর্ম্যাটে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে। সৌরভ সংবাদসংস্থাকে এক সাক্ষাত্কারে বলেছেন, সেমিফাইনালে ওঠার দাবিদার হিসেবে তিনি ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও পাকিস্তানকে বেছে নিচ্ছেন।
একদিনের ক্রিকেটের সবচেয়ে বড় প্রতিযোগিতার রাউন্ড রবিন ফর্ম্যাটে সেমিফাইনালের আগে প্রত্যেকটি দল একে অপরের বিরুদ্ধে খেলবে।
সৌরভ বলেছেন, আগামী বিশ্বকাপে টানটান লড়াই হবে। ভারতীয় দল এতটাই শক্তিশালী যে, তারা যে কোনও টুর্নামেন্টেই ফেভারিট বলে গন্য হবে। এবারের বিশ্বকাপের ফর্ম্যাটই সম্ভবত সবচেয়ে সেরা হতে চলেছে। সেরা চারটি দল সেমিফাইনালে পৌঁছবে। আর সেখানে কোনও দলকেই হারানো সহজ হবে না।
চলতি আইপিএলে নয়টি ম্যাচে মাত্র চারটি উইকেট পেয়েছেন কুলদীপ যাদব। সৌরভ মনে করছেন, এতে বিশ্বকাপে ভারতীয় দলের স্পিন আক্রমণের অন্যতম হাতিয়ারের পারফরম্যান্সে কোনও প্রভাব ফেলবে না। ভারতের প্রাক্তন অধিনায়ক বলেছেন, চিন্তার কোনও কারণ নেই। বিশ্বকাপে উইকেট পাবে। ও দুর্দান্ত বোলার।
আইপিএলে এখনও পর্যন্ত কোনওবারই চ্যাম্পিয়ন হতে পারেনি দিল্লির দল। এবার দলের নাম পাল্টে হয়েছে দিল্লি ক্যাপিটালস। চলতি আইপিএলে তরতরিয়ে এগিয়ে দলেছে দিল্লি ক্যাপিটালস। দিল্লির এই ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন সৌরভ। দিল্লি ক্যাপিটালসের পরামর্শদাতা বলেছেন, চ্যালেঞ্জকে কঠিন হিসেবে দেখি না। আমি চ্যালেঞ্জ মোকাবিলার পন্থা এবং সেইমতো কাজ করার চেষ্টা করি। কখনও তা কাজ করে, কখনও কাজ করে না। অতীতে যারা ভালো খেলতে পারছিল না সেই প্লেয়ারদের ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে সাহায্য করতে পারাটা দারুণ সম্মানের বিষয়।
আইপিএলের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লি ক্যাপিটালস। বাকি তিনটি ম্যাচের একটিতে জিতলেই প্লে অফে ওঠা নিশ্চিত হয়ে যাবে তাদের।
সৌরভ বলেছেন, দিল্লি তরুণ ও অভিজ্ঞ খেলোয়াড়দের মিশ্রণে গড়ে উঠেছে। আমি শুধু পরামর্শ দিতে পারি। তাই ঘুরে দাঁড়ানোর কৃতিত্বটা সম্পূর্ণ প্লেয়ারদের।
এবার দিল্লি দলের পরামর্শদাতা হিসেবে কোচ রিকি পন্টিংয়ের সঙ্গে কাজ করছেন সৌরভ। এ ব্যাপারে তিনি বলেছেন, দীর্ঘদিন ধরেই আমরা খুব ভালো বন্ধু। আমি ২০০৩-র বিশ্বকাপে রানার আপ ছিলাম, ও জিতেছিল। ওর প্রচুর অভিজ্ঞতা রয়েছে। ওর সঙ্গে কাজ করতে পারাটা খুবই ভালো বিষয়। ও খুব ভালো কোচ।