বেঙ্গালুরু: কয়েকদিন আগে চলতি আইপিএলের মাঝপথে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলে যোগ দিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার পেসার ডেল স্টেইন। কিন্তু মাত্র দুটি ম্যাচের পর কাঁধের সমস্যার জন্য চলতি আইপিএল থেকে ছিটকে গেলেন তিনি।
নাথন কোল্টার-নাইল চোট পাওয়ায় তাঁর জায়গায় রয়্যাল ব্রিগেডে যোগ দেন স্টেইন। গত বুধবার কাঁধের ব্যথার জন্য কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে ম্যাচে ডাগ আউটে বসেন তিনি।
আরসিবি-র চেয়ারম্যান সঞ্জীব চুড়িওয়ালা জানিয়েছেন, কাঁধের ব্যথার জন্য স্টেইনকে পর্যাপ্ত বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে। কাঁধের এই সমস্যার জন্য চলতি আইপিএলে দলের বাকি ম্যাচগুলিতে খেলতে পারবেন না স্টেইন।
চোট আঘাতের সমস্যা পিছু ছাড়ে না স্টেইনকে। তিনি প্রায় দুই বছর পর আইপিএলে খেলতে এসেছিলেন। আর কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে রয়্যাল চ্যালেঞ্জার্সের জয়ের ক্ষেত্রে বল হাতে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন। দুটি ম্যাচ চার উইকেট নিয়েছিলেন তিনি।
তাঁর উপস্থিতি দলকে সাহায্য করেছিল বলে জানিয়েছেন আরসিবি চেয়ারম্যান।
সামনেই বিশ্বকাপ। তার আগে চোট নিয়ে খেলার মতো ঝুঁকি নিতে চাননি স্টেইন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০১৬-তে কাঁধে চোট পেয়েছিলেন। ওই চোটের জন্য দু বছর খেলতে পারেননি তিনি।
ধাক্কা খেল রয়্যাল চ্যালেঞ্জার্স, কাঁধে চোট, দুটি ম্যাচ খেলেই আইপিএল থেকে ছিটকে গেলেন স্টেইন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
25 Apr 2019 06:03 PM (IST)
আরসিবি-র চেয়ারম্যান সঞ্জীব চুড়িওয়ালা জানিয়েছেন, কাঁধের ব্যথার জন্য স্টেইনকে পর্যাপ্ত বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে। কাঁধের এই সমস্যার জন্য চলতি আইপিএলে দলের বাকি ম্যাচগুলিতে খেলতে পারবেন না স্টেইন।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -