নয়াদিল্লি: টি-২০ ম্যাচকে চারটি ইনিংসে বিভক্ত করার আইডিয়া খারিজ করলেন প্রাক্তন ভারতীয় ওপেনার গৌতম গম্ভীর ও অস্ট্রেলিয়ার প্রাক্তন পেস বোলার ব্রেট লি।


ক্রিকেটকে কী করে আরও আকর্ষণীয় করে তোলা যায়, সেই নিয়ে প্রতিনিয়ত বিস্তর পরীক্ষা-নিরীক্ষা চলছে। তেমনই, একটি পরিকল্পনা সম্প্রতি উদ্ভাবন করা হয়, যেখানে বলা হয় যে, টি-২০ ম্যাচকে চারটি ইনিংসে ভাঙা হোক। অর্থাৎ, টি-২০ ম্যাচ মোট ৪০ ওভারের। একটি ইনিংস ২০ ওভারের। পরিকল্পনা অনুযায়ী, ম্যাচের এক-একটি ইনিংসকে দুভাগে ভেঙে দেওয়া হোক ১০ ওভার করে।


এপ্রসঙ্গে গম্ভীর বলেন, আমি এই ধারণায় বিশ্বাসী নই যে, একটি টি-২০ ইনিংসকে আবার দুভাগে ভাগ করা উচিত। এত সময় থাকে না। সচিন তেন্ডুলকর একবার পরামর্শ দিয়েছিলেন, একদিনের ম্যাচের একটি ইনিংসকে দুভাগে ভাঙা হোক। সেটা সম্ভব কারণ, এক-একটি ভাগে ২৫ ওভার করে থাকবে। কিন্তু, টি-২০ ক্রিকেটে একটি ইনিংসকে আবার ১০ ওভারে ভাঙার কোনও অর্থ হয় না।


ব্রেট লি-ও জানান, তিনি টি-২০-র বর্তমান ফর্ম্যাট বেশি পছন্দ করেন। বিশ্বের অন্যতম দ্রুতগতির এই বোলার বলেন, আইপিএল হোক বা বিগ ব্যাশ-- এধরনের ক্রিকেটে এমন আকর্ষণ আনতে হয় যাতে মানুষ মাঠে আসতে উৎসাহিত বোধ করবেন। কিন্তু, তা সত্ত্বেও বলছি, ক্রিকেটে কিছু বিষয়কে ঐহিহ্য মেনেই রাখতে হয়। তাই, টি-২০ ম্যাচে চার ইনিংস-- এটা একটু বাড়াবাড়ি হয়ে যাবে।