নিজের টুইটার অ্যাকাউন্টে চিঠিটি শেয়ার করেছেন গম্ভীর। তাতে ভারতের ২০০৭-এর টি২০ বিশ্বকাপ জয় ও ২০১১-য় বিশ্বকাপ জয়ে তাঁর অবদানের কথা প্রধানমন্ত্রী বিশেষভাবে উল্লেখ করেছেন। লিখেছেন, ক্রিকেটে তাঁর অসামান্য কৃতিত্ব সাধারণ মানুষের জীবনে আলোকবর্তিকা হয়ে এসেছে। প্রধানমন্ত্রী আরও লিখেছেন, ভারতীয় ক্রীড়ায় অসাধারণ অবদানের জন্য তাঁকে অভিনন্দন। ক্রিকেট মাঠে তাঁর অসামান্য পারফরম্যান্সের জন্য ভারত চিরকৃতজ্ঞ থাকবে তাঁর কাছে। এই সফরে অনেক ওঠাপড়া ছিল ঠিকই কিন্তু তাঁর প্রতিজ্ঞা ও আত্মনিবেদন তাঁকে জাতীয় দলে জায়গা করে দিয়েছে। যে খোলাখুলি ও স্পষ্টভাবে তিনি দেশের ঐক্য ও অখণ্ডতা সহ বিভিন্ন বিষয়ে মত প্রকাশ করেছেন, তা সব মহলের মানুষের কাছে তাঁর জনপ্রিয়তা বাড়িয়েছে। এছাড়া সমাজের জন্যও নানাভাবে অবদান রেখেছেন তিনি, ফলে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষরা উপকৃত হয়েছেন।
প্রধানমন্ত্রী লিখেছেন, গম্ভীর যখন সব ধরনের ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা তাতে তাঁর অসংখ্য শুভানুধ্যায়ী আশাহত হন। কিন্তু এ সিদ্ধান্ত আসলে জীবনের একাধিক ইনিংস শুরুর ঘোষণা। এখন আপনার কাছে জীবনের অন্যান্য দিক ও অন্যান্য আগ্রহের বিষয়গুলি খুঁটিয়ে দেখার সময় থাকবে, যেগুলি নিয়ে আগে কাজ করার ইচ্ছে থাকলেও সময় ও সুযোগ এতদিন ছিল না।
অবসরের পর কানাঘুষো শোনা যাচ্ছিল, রাজনীতিতে যোগ দেবেন গম্ভীর। কিন্তু সেই জল্পনা স্পষ্ট ভাষায় অস্বীকার করেছেন তিনি।