কোচ রিকি পন্টিংয়ের দাবি উড়িয়ে গৌতম গম্ভীর বললেন, 'অধিনায়ক পদ থেকে সরলেও কখনওই বলিনি প্রথম একাদশে খেলব না'
গম্ভীর আরও বলেছেন, আমার অধিনায়কত্বে দল প্রথম দিকের ম্যাচগুলি হারছিল। এজন্য তিনি নৈতিক দায় মাথায় নিয়ে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান। কিন্তু মাঠে নেমে দলের হয়ে খেলতে কখনওই অস্বীকার করেননি। এটা টিম ম্যানেজমেন্ট ও রিকি পন্টিং জানতেন বলেও দাবি করেছেন গম্ভীর।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগম্ভীর বলেছেন, প্রথম এগারোয় তাঁকে রাখা হলে খেলবেন না বলে কখনওই বলেননি। এমনটা হলে তো তিনি অধিনায়কত্ব ছাড়ার পরই অবসরের ঘোষণা করে দিতেন। গম্ভীর বলেছেন, এখনও অনেক ক্রিকেট রয়েছে তাঁর মধ্যে।
তাদের শেষ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে হারানোর পর দিল্লি ডেয়ার ডেভিলসের কোচ রিকি পন্টিং দলের প্রাক্তন অধিনায়ক গৌতম গম্ভীর সম্পর্কে প্রশ্নের উত্তর দিয়েছেন। উল্লেখ্য, টুর্নামেন্টের মাঝপথেই দিল্লির অধিনায়ক পদ থেকে সরে দাঁড়ান গম্ভীর। এরপর তাঁকে আর কোনও ম্যাচে খেলতে দেখা যায়নি।
১৪ ম্যাচের মধ্যে ৯ টিতেই হেরে এবারের আইপিএল থেকে ছিটকে গিয়েছে দিল্লি ডেয়ার ডেভিলস। দলের খারাপ পারফরম্যান্সের পর এবার যে খবর এল, তাতে একটা বিষয় পরিষ্কার যে, দিল্লি দলে সবকিছু ঠিকঠাক নেই।
গম্ভীরকে এভাবে দলের বাইরে বসিয়ে রাখার সিদ্ধান্তকে ভুল আখ্যা দিয়েছেন কপিল দেব।
গম্ভীর বলেছেন, আমি এখনই অবসর নিচ্ছি না। আগামী আইপিএল এখনও এক বছর বাকি। প্রথম শ্রেণীর ক্রিকেটে পারফরম্যান্স ভালো হলে আগামী বছরও খেলব। আমার মনে হয়, যতদিন খেলার জন্য, রানের জন্য খিদে থাকবে,ততদিন খেলা উচিত। কারণ, বয়সটা একটা সংখ্যা মাত্র।
অধিনায়কত্ব ছাড়ার পর দিল্লির দলে গম্ভীরকে না দেখা যাওয়ায় জল্পনা চলছিল যে, তিনি হয়ত শীঘ্রই অবসর নিতে পারেন। কিন্তু এই জল্পনাও খারিজ করে দিয়েছেন গম্ভীর।
কিন্তু এবিপি আনন্দর সঙ্গে কথা বলতে গিয়ে গম্ভীর খোলাখুলি এ ব্যাপারে নিজের বক্তব্য জানিয়েছেন। গম্ভীর বলেছেন, তিনি কখনওই প্রথম একাদশে না খেলার কথা বলেননি।
পন্টিং বলেছেন,অধিনায়কত্ব ছাড়ার পর নিজেকে প্রথম একাদশের বাইরে রাখার সিদ্ধান্ত খোদ গৌতম গম্ভীরই নিয়েছিলেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -