হার্দিকের খারাপ শট দেখে হতাশা মুম্বই ইন্ডিয়ান্সের এই চিয়ার লিডারেরও, ধরা পড়ল ক্যামেরায়
দিল্লির হয়ে নেপালের তরুণ বোলার সন্দীপ লামিচানে, হর্ষল পটেল ও অমিত মিশ্র তিনটে করে উইকেট নেন। ট্রেন্ট বোল্টের সংগ্রহ একটি উইকেট।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appহার্দিক অমিত মিশ্রর বলে আউট হয়ে যান।
আসলে হার্দিক আউট হওয়ার সঙ্গে সঙ্গে মুম্বইয়ের জয়ের আশা অনেকটাই কমে যায়। তাই হার্দিকের এভাবে আউট হওয়াটা মেনে নিতে পারেননি ওই চিয়ার লিডারও। মাঠের বাইরে নিজের হতাশা গোপন করতে পারলেন না তিনি। তাঁর এই প্রতিক্রিয়া ধরা পড়ে ক্যামেরাতেও। যাঁর কাজটাই হল, শুধু দলের ভালো খেলায় তারিফ করা, তিনি দলের হারের আশঙ্কায় ক্ষোভ চেপে রাখতে পারলেন না। তাঁর এই প্রতিক্রিয়া ছিল দেখার মতো।
ইনিংসের সপ্তম ওভারে ইশান কিষাণ আউট হওয়ার পর মুম্বই ৭৮ রানের মধ্যেই পাঁচ উইকেট হারিয়ে ফেলে। সংকটের সময়ে হার্দি পান্ড্য খারাপ শটে আউট হতেই মুম্বইয়ের সমর্থকদের মধ্যে হতাশা নেমে আসে। এরইমধ্যে এক চিয়ার লিডারও হার্দিকের ওভাবে আউট হওয়া দেখে মাথায় হাত দিয়ে বসলেন।
রান তাড়া করতে নেমে শেষ পর্যন্ত লড়াই করেও লক্ষ্যে পৌঁছতে পারেনি মুম্বই। হেরে যায় ১১ রানেষ। ইনিংসের শুরুটা ভালো হলেও মাঝের সারির ব্যাটসম্যানরা দিল্লির স্পিন আক্রমণের সামনে নাস্তানাবুদ হন।
টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে দিল্লি ঋসভ পন্ত (৬৪) এবং বিজয় শঙ্করের গুরুত্বপূর্ণ ৪৩ রানের ইনিংসে ভর করে ২০ ওভারে ১৭৫ রান তোলে।
প্লে অফে পৌঁছনোর জন্য গুরুত্বপূর্ণ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স দিল্লির কাছে ১১ রানে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেল।
দুরন্ত বোলিং পারফরম্যান্সের সুবাদে দিল্লি ডেয়ার ডেভিলস এবারের আইপিএলে তাদের শেষ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে দিয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -