নয়াদিল্লি: বিরাট কোহলির বক্তব্যের সমালোচনা সুনীল গাওস্করের। তারপরই শুরু হয়ে যায় বিতর্কে ঝড়। এবার সেই বিতর্কে নিজেকে সামিল করলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীর। দিল্লির এই ক্রিকেটার পাশে দাড়ালেন ভারত অধিনায়কের।


ইডেনে গোলাপি টেস্ট জয়ের পর সঞ্জয় মঞ্জরেকরের প্রশ্নে বিরাটের জবাব ছিল, “দাদার আমলে জয়ের যে অভ্যাস তৈরি হয়েছিল, তা আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি।” ভারত অধিনায়কের এই বক্তব্যেই বেজায় চটেছেন কিংবদন্তী সুনীল গাওস্কর। সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃ্ত্বাধীন ভারত বিদেশের মাটিতে জিতেছে। এ নিয়ে কোনও দ্বিধা দ্বন্দ্ব নেই। তবে তার আগেও অজিত ওয়াদেকর, কপিল দেবরা ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড থেকে সিরিজ জিতে ফিরেছেন। আটের দশকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট জিতেছিল সুনীল গাওস্করের ভারতও। এই পরিসংখ্যানকে মাথায় রেখেই বিরাটের বক্তব্যের সমালোচনা করেন গাওস্কর। তিনি বলেন, “ভারত অধিনায়ক বলছেন ২০০০ সালে দাদার দল এই ধারা শুরু করে। আমি জানি সৌরভ এখন বিসিসিআই প্রেসিডেন্ট আর সেকারণেই কোহলি হয়ত ওর বিষয়ে প্রশংসাসূচক মন্তব্য করছে। কিন্তু ভারত সাতের দশক, আটের দশকেও জিতেছে। তখন ও (বিরাট কোহলি) জন্মায়ইনি।”


এবার এই বিতর্কে বিরাট কোহলির পাশে দাড়ালেন গৌতম গম্ভীর। প্রাক্তন এই ভারতীয় ক্রিকেটারের কথায়, এটা কোহলির ব্যক্তিগত মত। একই সঙ্গে তিনি এও বলেন, “সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বেই আমরা বিদেশে জিততে শুরু করি, এ নিয়ে কোনও সন্দেহই নেই।” তিনি আরও বলেন, “সুনীল গাওস্কর, কপিল দেব সহ আরও অধিনায়কের নেতৃত্বে ভারত শক্তিশালী হয়ে ওঠে, তবে সেটা দেশের মাটিতে। সৌরভের নেতৃত্বেই ভারতের বাইরেও দেশ জিততে শুরু করে। আমার মনে হয় বিরাট যে বক্তব্য রেখেছে, তা বিদেশে সিরিজ জেতা নিয়েই।”


প্রসঙ্গত, অজিত ওয়াদেকরের নেতৃত্বেই সর্বপ্রথম দেশের বাইরে টেস্ট সিরিজ জেতে ভারত। ৭০-৭১ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে ১-0 ব্যবধানে সর্বপ্রথম বিদেশে সিরিজ জেতে ভারত।  ওই বছরই ইংল্যান্ডে গিয়ে ব্রিটিশদেরও হারিয়ে (১-০) ফেরে ওয়াদেকরের ভারতীয় দল। এরপর গাওস্করের নেতৃত্বে নিউজিল্যান্ডে সিরিজ জয়, কপিল দেবের নেতৃত্বে ইংল্যান্ডে সিরিজ জয়ের মতো ইতিহাস তৈরি হয়। পরে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে ভারত পাকিস্তানে গিয়ে সর্বপ্রথম ওয়ান ডে এবং টেস্ট দুই সিরিজেই কব্জা করে। সৌরভের অধিনায়কত্বেই ইংল্যান্ড, অস্ট্রেলিয়ায় সিরিজ ড্র করে ফেরে ভারত।


উল্লেখ্য, জয়ের নিরিখে এখনও পর্যন্ত ভারতের সেরা অধিনায়কের তালিকায় প্রথমে রয়েছেন বিরাট কোহলি। এখনও পর্যন্ত ৫৩ ম্যাচে দলকে নেতৃত্ব দিয়ে ৩৩ ম্যাচে জয়ে পেয়েছেন বিরাট। বাকি ১০ ম্যাচে হার ও ১০ ম্যাচে ড্র। শতাংশের বিচারে বিরাটের রেকর্ড (৬২.২৬) বাকি অধিনায়কদের থেকে সবথেকে ভাল।