পুনে: এবারের আইপিএলের শুরুতে ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির ব্যাট সেভাবে চলেনি।এই ঘটনা রাইজিং পুনে সুপারজায়েন্টের ব্যাটিং অর্ডারের শেষদিকে ধোনির ব্যাটে প্রয়োজনীয় ঝড় তোলার  সক্ষমতা এখনও অটুট রয়েছে কিনা, তা নিয়ে বিভিন্ন মহলে জল্পনা শুরু হয়েছিল। ভারতের প্রাক্তন  অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ও ধোনি সেরা টি-২০ খেলোয়াড় কিনা, তা নিয়ে সংশয় ব্যক্ত করেছিলেন। কিন্তপ গত শনিবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৩৪ বলে অপরাজিত ৬১ রানের ইনিংস খেলে যাবতীয় জল্পনাকে দুরমুশ করে দিয়েছেন মাহি।

বুধবার পুনের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে নামছে কলকাতা নাইট রাইডার্স। ম্যাচের আগে নাইট অধিনায়ক গৌতম গম্ভীর শুধু যে ধোনির প্রশংসাই করলেন তা নয়, প্রাক্তন অধিনায়কের সমালোচকদেরও তোপ দাগলেন।

ক্রিকেটের ময়দানে ধোনি বনাম গম্ভীর তিক্ততা সবারই জানা। কিন্তু ক্রিকেটার ধোনির প্রশংসা করতে বিন্দুমাত্র পিছপা হলেন না গম্ভীর।

হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে ফিনিসার ধোনির প্রত্যাবর্তন ঘটেছে বলে বিভিন্ন মহলেই আলোচনা চলছে। এ ব্যাপারে প্রশ্ন করা হলে গম্ভীর বলেছেন, ক্রিকেটে ফিনিসার ও স্টার্টার বলে কিছু হয় না। যে শেষ রানটা করে দলকে জেতাবে সেই ফিনিসার। সে ওপেনিং ব্যাটসম্যানও হতে পারে বা এগারো নম্বরে নেমেও জেতাতে পারে। আসল জিনিস হল দলের স্বার্থে কে কত রান করল। দলকে ম্যাচ যে জেতাবে সেই ফিনিসার।

সে যাই হোক, মুম্বই ইন্ডিয়ান্সকে তাদের ঘরের মাঠ ওয়াংখেড়েতে হারিয়ে মনোবল তুঙ্গে রয়েছে পুনের। কলকাতাও এর আগের ম্যাচে অল্প রানের পুঁজি নিয়ে বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্সের শক্তিশালী ব্যাটিং লাইনআপ দুমড়েমুচড়ে দিয়ে বিজয়ী হয়েছে।

ওয়াংখেড়েতে ধোনির ব্যাটে রান ওঠেনি। ১০ বলে মাত্র ৭ রান করেন তিনি। ম্যাচের আগে ধোনিকে নিয়ে চিন্তা হচ্ছে কিনা, এই প্রশ্নের উত্তরে গম্ভীর বলেছেন, ধোনি কী করবেন, তা নিয়ে ভাবছি না।নাইট রাইডার্স কী করবে, সেটাই গুরুত্বপূর্ণ।

আর এরইমধ্যে ধোনির সমালোচকদের একহাত নিয়েছেন নাইট অধিনায়ক। গম্ভীর বলেছেন, আমাদের দেশে একটা বা দুটি ম্যাচ খারাপ খেললেই সমালোচনা শুরু হয়ে যায়। ধোনি খুব বড় ক্রিকেটার। ভারতের হয়ে এবং আইপিলে তিনি কী করেছেন, তা আমরা সবাই জানি।