নয়াদিল্লি: দিল্লি রঞ্জি দলের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ালেন গৌতম গম্ভীর। তাঁর স্থলাভিষিক্ত হলেন নীতীশ রানা। এদিন টুইটারে তিনি লেখেন, দলের তরুণদের হাতে অধিনায়কত্বের ব্যাটন তুলে দেওয়ার সময় এসেছে। তাই, ডিডিসিএ-কে অনুরোধ করি, অধিনায়কত্বের জন্য যেন আমাকে নিয়ে আলোচনা না করা হয়। এখন থেকে মাঠে নেপথ্যে থেকে নতুন অধিনায়ককে সাহায্য করব।





ডিডিসিএ০র এক উচ্চপদস্থ কর্মকর্তা বলেন, দলের প্রধান নির্বাচক অমিত ভাণ্ডারিকে নিজের ইচ্ছার কথা জানান গম্ভীর। তিনি চান, কোনও তরুণ এই দায়িত্ব নিক। ওই কর্তা যোগ করেন, এখন থেকে নীতীশ রাণা অধিনায়কের দায়িত্ব পালন করবেন। সহ-অধিনায়ক হবেন ধ্রুব শোরে।
২৪-বছর বয়সী রাণা মিডল অর্ডারে ব্যাট করেন। ২৪টি প্রথম শ্রেণির ম্যাচে তাঁর গড় ৪৬.২৯। অন্যদিকে, ২৬ বছরের শোরে হলেন ওপেনার এবং তিনি ২১টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন।