নয়াদিল্লি : কার্যত সময়ের অপেক্ষা ছিল। এবার পড়ল সিলমোহর। গৌতম গম্ভীরই হচ্ছেন ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ। বুধবার সোশ্যাল মিডিয়ায় একথা ঘোষণা করলেন BCCI-এর সচিব জয় শাহ। সদ্যসমাপ্ত টি২০ বিশ্বকাপের পরই মেয়াদ শেষ হয়ে যায় রাহুল দ্রাবিড়ের। এরপর গৌতম গম্ভীরকে নিয়ে জল্পনা ছিল। শেষমেশ এল সেই খবর, তিনিই নিচ্ছেন দ্রাবিড়ের জায়গা।
ভারতীয় দলের হেড কোচ নিযুক্ত হওয়ার পর এক্স হ্যান্ডেলে গম্ভীর লেখেন, ভারত আমার পরিচয় এবং দেশের সেবা করাই আমার জীবনের সবথেকে বড় সুযোগ। আলাদা টুপি পরে ফিরে আসতে পেরে আমি সম্মানিত। কিন্তু, আমার লক্ষ্য একই, যেটা আগেও ছিল। আর সেটা হচ্ছে, প্রত্যেক ভারতীয়কে গর্বিত করা। ১৪০ কোটি ভারতীয়র স্বপ্ন বহন করে মেন ইন ব্লু। এবং আমি আমার ক্ষমতার মধ্যে যা কিছু করা সম্ভব তার সব করব যাতে এই স্বপ্ন সত্যি হয়।
এদিন অফিসিয়াল এক্স হ্যান্ডেলে জয় শাহ পোস্ট করেন, 'গৌতম গম্ভীরকে ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ হিসাবে স্বাগত জানাতে পেরে আমি আনন্দিত। আধুনিক ক্রিকেট খুব দ্রুত পাল্টে যাচ্ছে। গৌতম এই পরিবর্তনটা দেখেছেন। নিজের কেরিয়ারে সব ভূমিকাই চমৎকারভাবে পালন করেছেন। আমি আত্মবিশ্বাসী যে, ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গৌতমই আদর্শ মানুষ। #TeamIndia-কে নিয়ে তাঁর পরিষ্কার চিন্তাধারার সঙ্গে যুক্ত হয়েছে বিশাল অভিজ্ঞতা। এই অবস্থানই তাঁকে চমকপ্রদ এই কোচিংয়ের ভূমিকায় নিয়ে এসেছে। নতুন এই দায়িত্বে @BCCI সম্পূর্ণভাবে তাঁর পাশে আছে।'