Online Scam: ভারতে ক্রমশ বাড়ছে অনলাইন প্রতারণা (Online Scam)। সম্প্রতি আধার কার্ড (Aadhar Card) এবং সিম কার্ড (SIm Card) লিঙ্ক করতে গিয়ে ৮০ লক্ষ টাকা খোয়া গিয়েছে চণ্ডীগড়ের এক মহিলার। আধার কার্ড সংক্রান্ত প্রতারণার জাল অনেকদিনই বিস্তারিত হয়েছে এ দেশে। বর্তমানে প্রতারকদের অন্যতম নিশানায় রয়েছে আধার কার্ড এবং মোবাইলসের সিম সংযুক্ত করানো এবং তার মাধ্যমে গ্রাহকদের ভয় দেখিয়ে প্রতারিত করা। আধার কার্ডের ফাঁদে ফেলে টাকাপয়সা হাতিয়ে নেওয়াই প্রতারকদের আসল লক্ষ্য।
সম্প্রতি একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে রিপোর্ট অনুসারে জানা গিয়েছে, চণ্ডীগড়ের সেক্টর ১১- র বাসিন্দা ওই মহিলা একটি ফোন পেয়েছিলেন। যিনি ফোন করেছিলেন তিনি নিজেকে মুম্বই ক্রাইম ব্রাঞ্চের পুলিশ বলে দাবি করেছিলেন। ওই মহিলাকে বলা হয় তাঁর আধার কার্ডে একটি সিম কার্ড রয়েছে যা আপত্তিজনক কাজে ব্যবহার হচ্ছে। ওই সিম কার্ডের মাধ্যমে অবৈধ ভাবে টাকাপয়সা পাচারের কাজে করা হচ্ছে। এখানেই শেষ নয়। ফোন করা ব্যক্তি ওই মহিলাকে বলেন যে তাঁর নামে ২৪টি আর্থিক প্রতারণার অভিযোগ দায়ের হয়েছে। এরপরেই মহিলাকে গ্রেফতারির হুমকি দেওয়া হয়ে।
আমার, আপনার যে কারও জীবনে আচমকা এমন ঘটনা ঘটলে উদ্বেগের কারণে বেশিরভাগই বাস্তবের হিতাহিত জ্ঞান হারাবেন। এক্ষেত্রেও তাই হয়েছে। গ্রেফতার এড়াতে, আইনি জটিলতা এড়াতে একপ্রকার বাধ্য হয়েই ওই মহিলা ফোন করা ব্যক্তির নির্দেশ অনুসরণ করেন। আর তারই পরিণাম ৮০ লক্ষ খোয়া যাওয়া। মহিলা জানিয়েছেন, যাবতীয় সমস্যা দূর করে দেওয়ার পরিবর্তে তাঁকে ৮০ লক্ষ টাকা একটি নির্দিষ্ট ব্যাঙ্কে জমা করতে বলা হয়েছিল। যদি মহিলা নির্দোষ প্রমাণিত হন এই টাকা ফিরিয়ে দেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছিল। নিজের নাম থেকে 'প্রতারক' এই তকমা সরানোর তাড়ায় দ্রুত টাকা দিয়ে দেন মহিলা। আর তার খানিক পরেই বুঝতে পারেন যে তিনি প্রতারিত হয়েছেন। টাকা খোয়ানোর পর টনক নড়েছে মহিলার। সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। কিন্তু টাকা নিয়ে কার্যত উধাও হয়েছেন ওই ভুয়ো পুলিশকর্তা। ইতিমধ্যেই এই ঘটোনার তদন্ত শুরু করেছে পুলিশ। এটাই প্রথম নয়। প্রতারকদের জালে ফেঁসে এর থেকেও বেশি পরিমাণ টাকা খোয়ানোর প্রমাণ পাওয়া গিয়েছে এ দেশে। এবার সেই তালিকাতেই নাম যুক্ত হয়েছে চণ্ডীগড় নিবাসী এই মহিলার।
আরও পড়ুন- ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা, ৫০০০ এমএএইচ ব্যাটারি, টেকনোর নতুন ৫জি ফোনে কী কী ফিচার রয়েছে?