সুরাত : এস শ্রীসন্থের (S Sreesanth) সঙ্গে তাঁর ঝামেলা আপাতত আলোচনার কেন্দ্রবিন্দুতে। আইনি মোড় নিয়েছে গোটা বিতর্ক। সোশ্যাল মিডিয়াতে বিতর্ক-আলোচনার মাঝে গৌতম গম্ভীর (Gautam Gambhir) 'হাসি' সেরা অস্ত্র বললেও আলোচনা অবশ্য থামছে না। প্রসঙ্গত, মাঠে গম্ভীরের ঝামেলায় জড়ানোর নজির এই প্রথম নয়। আগেও একাধিকবার বিতর্কে উঠে এসেছে তাঁর নাম।


দিন দু'য়েক আগে লেজেন্ডস ক্রিকেট লিগের (Legends Cricket League) ম্যাচে এস শ্রীসন্থের সঙ্গে বিতণ্ডায় জড়ান গৌতম গম্ভীর। ভারতের প্রাক্তন পেসার অভিযোগ তুলেছেন 'ফিক্সার' বলে তাঁকে দাগিয়েছেন গম্ভীর। প্রসঙ্গত, গত আইপিএলেও (IPL) ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন তিনি।


রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) বিরাট কোহলির (Virat Kohli) সঙ্গে মাঠে ঝামেলায় জড়িয়েছিলেন লখনউ সুপার জায়ান্টসের নবীন উল হক। যে বিবাদের মধ্যে জড়িয়ে গিয়েছিলেন তৎকালীন লখনউয়ের মেন্টর গোতি। প্রসঙ্গত, কোহলির সঙ্গে আইপিএলের মঞ্চে গৌতম গম্ভীরের বিবাদ হয়েছে আগেও। ২০১৩ সালে কলকাতা নাইট রাইডার্সের তৎকালীন অধিনায়ক মাঠে কথা কাটাকাটিতে জড়ান কোহলির সঙ্গে।


শুধু ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেই নয় জাতীয় দলের জার্সিতেও বেশ কয়েকবার ঝামেলায় জড়িয়েছিলেন গৌতম গম্ভীর। যার মধ্যে জোড়া ঘটনা রয়েছে ভারত-পাকিস্তান ম্যাচে। একবার শাহিদ আফ্রিদি ও আর একবার উমরান আকমলের সঙ্গেও মাঠের মধ্যে বিবাদে জড়িয়েছিলেন তিনি। ভারত-পাকিস্তান ম্যাচের (India-Pakistan Match) মাঝে একটি সিঙ্গলস নেওয়ার সময় আফ্রিদির সঙ্গে ধাক্কা লাগার পরে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েছিলেন তিনি।                                                                                                                                                                                     


 



আরও পড়ুন- গম্ভীরের সঙ্গে নজিরবিহীন বাদানুবাদ, আইনি নোটিস পেলেন শ্রীসন্থ


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।