সুরাত : আইনি নোটিস পেলেন এস শ্রীসন্থ (S Sreesanth)। লেজেন্ডস ক্রিকেট লিগের (Legends Cricket League) তরফে ম্যাচ কমিশনারের তরফে ভারতের প্রাক্তন পেসারকে আইনি নোটিস দেওয়া হয়েছে বলেই খবর। গৌতম গম্ভীরের (Goutam Gambhir) সঙ্গে লেজেন্ডস লিগের ম্যাচ চলাকালীন তর্ক-বিতর্কে জড়িয়ে পড়েছিলেন শ্রীসন্থ। সোশ্যাল মিডিয়ায় যে বাদানুবাদ পৌঁছেছে নজিরবিহীন পর্যায়ে। এর মাঝেই ম্যাচ চলাকালীন গম্ভীরের সঙ্গে তাঁর বাদানুবাদের যে ভিডিও প্রকাশ্যে এসেছিল সেটা সরিয়ে ফেলার জন্য জানিয়ে শ্রীসন্থ চুক্তিবিরুদ্ধে কাজ করেছেন বলেই কমিশনারের তরফে জানানো হয়েছে বলেই খবর। আর যার জেরেই শ্রীসন্থকে আইনি নোটিস দেওয়া হয়েছে। এমনটাই খবর সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে।


জানা যাচ্ছে, লেজেন্ড লিগের ম্যাচ চলাকালীন গম্ভীরের উদ্দেশে শ্রীসন্থ বেশ কিছু কটূ মন্তব্য করেছিলেন, যে ভিডিও প্রকাশ্যে এসেছে। সেই ভিডিওটিকেই সরিয়ে ফেলার জন্য বার্তা দিয়েছিলেন শ্রীসন্থ। পাশাপাশি ভারতের প্রাক্তন পেসার দাবি করেছিলেন, 'ফিক্সার' বলে একবার নয় বেশ কয়েকবার তাঁকে কটাক্ষ করেছিলেন গৌতম গম্ভীর। গত ৬ ডিসেম্বর লেজেন্ডস ক্রিকেট লিগের ম্যাচে যে ঘটনা ঘটেছিল। যে নিয়ে বিবাদ গড়িয়েছে অনেকদূরই।


চলতে থাকা প্রবল বিতর্কের মাঝে সমাজমাধ্যমে নিজের হাসিমুখের একটি ছবি পোস্ট করে গম্ভীর লিখেছিলেন, 'যখন চারিদিকে একাধিক কথা চলছে তোমাকে ঘিরে, তখন হাসিই সেরা পাল্টা অস্ত্র।' যে পোস্টে কার্যত নজিরবিহীনভাবে বড় একটি কমেন্ট করে ক্ষোভ উগরে দিয়েছেন শ্রীসন্থ। গম্ভীর চরম ঔদ্ধধ্যের পরিচয় দিকে তাঁকে ফিক্সার তথা চোর অপবাদ দিয়েছেন বলেই দাবি করেছেন শ্রীসন্থ। তুমি কি নিজেকে সুপ্রিম কোর্টের ঊর্ধ্বে মনে করো, বলে প্রশ্ন ছুড়ে দেওয়ার পাশাপাশি সর্বশক্তিমান ঈশ্বর সব দেখছেন ও গম্ভীরকে তিনি কখনও মাফ করবেন না বলেও চড়া সুরে আক্রমণ শানিয়েছেন শ্রীসন্থ।


গম্ভীরের 'হাসির' সেই পোস্টেই অবশ্য ভারতের প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান লিখেছেন 'সেরা উত্তর'। তাই গোটা বিতর্কের মাঝে তাঁর ভোট কোনদিকে, সেটা বেশ স্পষ্ট। এরমাঝেই আবার গোটা বিতর্ক নিয়ে আইনি জটিলতাতেও জড়িয়ে গেলেন শ্রীসন্থ। গোটা বিতর্ক এবার কোনদিকে মোড় নেয়, সেদিকেই নজর রয়েছে সকলের।        


আরও পড়ুন- শিক্ষার অভাব ! গম্ভীরকে বেনজির আক্রমণ শ্রীসন্থের স্ত্রীর, বিতর্কের আগুনে ঘৃতাহুতি


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।