নয়াদিল্লি: রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের লেগ স্পিনার যজুবেন্দ্র চাহালকে এবারের আইপিএল-এ তরুণদের মধ্যে সেরা প্রতিভা বলে চিহ্নিত করলেন কিংবদন্তি সুনীল গাওস্কর। তাঁর মতে, শুধু প্রতিভাই নয়, চাহালের টেম্পারামেন্টও অসাধারণ। মার খেলেও তিনি ঘাবড়ান না। অনেকবার বাউন্ডারির পরের বলেই তিনি উইকেট নিয়েছেন। এই কারণেই অন্যদের থেকে এগিয়ে চাহাল।


 

২৫ বছর বয়সি চাহাল নবম আইপিএল-এ অসাধারণ ফর্মে ছিলেন। ১৩ ম্যাচে তিনি ২১ উইকেট নিয়েছেন। সর্বোচ্চ উইকেট শিকারী ভুবনেশ্বর কুমারের (১৭ ম্যাচে ২৩ উইকেট) ঠিক পিছনেই চাহাল।

 

আরসিবি-র এই স্পিনারের পাশাপাশি দিল্লি ডেয়ার ডেভিলসের ঋষভ পন্থ এবং মুম্বই ইন্ডিয়ান্সের ক্রুণাল পাণ্ড্যরও প্রশংসা করেছেন গাওস্কর। তবে তাঁর মতে, এই দুই ক্রিকেটারকে আরও উন্নতি করতে হবে।

 

গাওস্কর এবারের আইপিএল-এ তাঁর পছন্দের সেরা একাদশ বেছে নিয়েছেন। ওপেনার চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার এবং রাইজিং পুণে সুপারজায়েন্টসের অজিঙ্ক রাহানে। তিন ও চার নম্বরে যথাক্রমে আরসিবি-র অধিনায়ক বিরাট কোহলি এবং অন্যতম সেরা তারকা এবি ডিভিলিয়ার্স। পাঁচ নম্বরে কলকাতা নাইট রাইডার্সের ইউসুফ পাঠান। ছয়ে পুণের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। তিনিই দলের উইকেট কিপার। সাত নম্বরে অলরাউন্ডার কেকেআর-এর ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেল। এরপর চাহাল, ভুবনেশ্বর, মুস্তাফিজুর রহমান এবং আশিস নেহরা।