সেঞ্চুরিয়ন: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ভারতের দলগঠনে খুশি নন সুনীল গাওস্কর। তিনি এই দলগঠন নিয়ে প্রশ্ন তুলেছেন। বিশেষ করে ওপেনার শিখর ধবন ও পেসার ভুবনেশ্বর কুমার বাদ পড়ায় অসন্তুষ্ট ভারতের প্রাক্তন অধিনায়ক।

গাওস্কর বলেছেন, ‘আমার মনে হয়, শিখর ধবন বলির পাঁঠা। ওর মাথাই সবসময় হাঁড়িকাঠে থাকে। একটা ইনিংসে রান না পেলেই ওকে দল থেকে বাদ দেওয়া হয়। আমি এটাও বুঝতে পারছি না, কেপ টাউন টেস্টের প্রথম তিন দিন উইকেট নেওয়ার পরেও কীভাবে ভুবনেশ্বর কুমারকে বাদ দিয়ে ইশান্ত শর্মাকে দলে নেওয়া হল। (মহম্মদ) শামি বা (জসপ্রীত) বুমরাহকে বাদ দিয়ে ইশান্তকে দলে নেওয়া যেত। কিন্তু ভুবনেশ্বরকে বাদ দেওয়ার বিষয়টা আমার বোধগম্য হচ্ছে না।’

আজ থেকে সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে শুরু হয়েছে দ্বিতীয় টেস্ট। প্রথম টেস্টে হারের পর এই ম্যাচে ভারতীয় দলে তিনটি বদল করা হয়েছে। ভুবনেশ্বরের বদলে ইশান্ত, ঋদ্ধিমান সাহার বদলে পার্থিব পটেল এবং ধবনের বদলে লোকেশ রাহুল দলে এসেছেন। ভারতীয় দল অবশ্য এই টেস্টেও ভাল জায়গায় নেই। টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভাল করেছে দক্ষিণ আফ্রিকা।