মাত্র তিনটি ম্যাচ খেলেই আইপিএলের চলতি মরশুমের বড় রেকর্ড গেইলের
তিন ম্যাচে ২২৯ রান করে অরেঞ্জ ক্যাপও এখন গেইলের দখলেই।
তিনি চলতি আইপিএলে এখনও পর্যন্ত ১৯ টি ছক্কা হাঁকিয়েছেন।
গেইলের আগে এক্ষেত্রে সবার আগে ছিলেন আন্দ্রে রাসেল।
গেইল এখনও পর্যন্ত তিনটি ম্যাচে মোট ২১ ছক্কা মেরেছেন।
চলতি আইপিএলে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড এখন গেইলের দখলে।
এরইমধ্যে আইপিএলের চলতি মরশুমের একটা বড় রেকর্ডও ভেঙে দিয়েছেন তিনি।
এবারের আইপিএলের প্রথম দিনের নিলামে অবিক্রিত গেইল টানা তিনটি ম্যাচে হাফসেঞ্চুরি করে সমালোচকদের মুখ বন্ধ করে দিয়েছেন।
রাহুল ২৭ বলে ৬০ রান করেছেন। তাঁর ইনিংসে রয়েছে ৯ চার ও ২ ছক্কা।
গেইল ৩৮ বলে ৬২ রান করে অপরাজিত থাকেন। তাঁর ইনিংসে রয়েছে ৬ টি ছক্কা ও পাঁচটি চার।
ক্রিস গেইল ও কেএল রাহুলের ঝোড়ো হাফসেঞ্চুরি ইনিংসের দৌলতে চলতি আইপিএলের ১৮ তম ম্যাচে কিংস ইলেভেন পঞ্জাব কলকাতা নাইট রাইডার্সকে ৯ উইকেটে হারিয়ে দিয়েছে।