ফিরলেন গেইল, টি-২০ ম্যাচের জন্য ভারতের বিরুদ্ধে শক্তিশালী দল ওয়েস্ট ইন্ডিজের
ওয়েস্ট ইন্ডিজ দল: কার্লোস ব্রেথওয়েট, বদ্রি, রোনসফোর্ড বিটন, গেইল, লিউস, জনসন মহম্মদ, নারাইন, পোলার্ড,রভম্যান পাওয়েল, মার্লন স্যামুয়েলস, জেরম টেলর, চ্যাডউইক ওয়াল্টন, কেসরিক উইলিয়ামস।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমিডল অর্ডারে থাকছেন অভিজ্ঞ ও বিস্ফোরক ব্যাটসম্যান কায়রন পোলার্ড।
রাখা হয়েছে আইপিএলের সফল বোলার স্যামুয়েল বদ্রিকেও।
স্পিন বোলিং বিভাগে থাকছেন সুনীল নারাইন।
ভারতের বিরুদ্ধে টি ২০ ম্যাচে ক্যারিবিয়ান দলের ইনিংসের সূচনা করবেন গেইলই। ওপেনিংয়ে তাঁর সঙ্গী হবেন ইভান লুইস।
দলকে নেতৃত্ব দেবেন কার্লোস ব্রেথওয়েট।
টি ২০ ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে টেস্ট ও একদিনের দলের অধিনায়ক জেসন হোল্ডারকে।
ভারতের সঙ্গে চলতি একদিনের সিরিজে ২-১ পিছিয়ে ওয়েস্ট ইন্ডিজ। এরপর টি ২০ ম্যাচের জন্য বেশ শক্তিশালী দল গড়ল ওয়েস্ট ইন্ডিজ।
এবারের আইপিএলে খেলার সময় টি-২০ ক্রিকেটে বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে ১০,০০০ রান সংগ্রহের কৃতিত্ব অর্জন করেছেন।
ক্রিকেটের এই ক্ষুদ্র সংস্করণে গেইল বিশ্বের সবচেয়ে বেশি রান সংগ্রহকারী ব্যাটসম্যান।আন্তর্জাতিক টি ২০ তে ২ সেঞ্চুরি সহ তার রান ১৫১৯।
২০১৬- তে টি-২০ বিশ্বকাপজয়ী ক্যারিবিয়ান দলে ছিলেন গেইল। ইডেন গার্ডেনে ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ।
পুরো এক বছর পর জাতীয় দলে ফিরলেন গেইল।
ওয়েস্ট ইন্ডিজে একদিনের সিরিজের পর একমাত্র টি-২০ ম্যাচ খেলবে ভারত। ওই ম্যাচের জন্য ১৩ জনের ওয়েস্ট ইন্ডিজ দলে ফেরানো হল বিধ্বংসী ব্যাটসম্যান ক্রিস গেইলকে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -