ক্লাগেনফুর্ট: বিশ্বকাপের বাকি আর কয়েকদিন। তার আগে গতবারের চ্যাম্পিয়ন জার্মানির জন্য ভাল খবর। আট মাস পরে দলে ফিরলেন নির্ভরযোগ্য গোলরক্ষক ম্যানুয়েল ন্যুয়ের। পা ভেঙে এতদিন তিনি দলের বাইরে ছিলেন। তবে ঠিক সময়ে চোট সারিয়ে ফেলেছেন। আগামীকাল বিশ্বকাপের জন্য ২৩ জনের চূড়ান্ত দল ঘোষণা করবেন জার্মানির কোচ জোয়াকিম লো। তার আগে ন্যুয়েরের ফিটনেস দেখে তিনি খুশি। ফলে আশা করা যায়, ফের বিশ্বকাপে খেলতে দেখা যাবে বায়ার্ন মিউনিখের এই গোলকিপারকে।
ন্যুয়েরের প্রত্যাবর্তনের ম্যাচে অবশ্য জয় পেল না জার্মানি। তাদের ২-১ গোলে হারিয়ে দিয়েছে অস্ট্রিয়া। তারা প্রায় ৩২ বছর পরে জার্মানির বিরুদ্ধে জয় পেল। এই ম্যাচে ১১ মিনিটেই গোল করে জার্মানিকে এগিয়ে দেন মেসুট ওজিল। কিন্তু তারপরেও হার মানতে হল লো-র দলকে। শুক্রবার সৌদি আরবের বিরুদ্ধে শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে জার্মানি। এরপর ১৭ তারিখ মেক্সিকোর বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচ।
ন্যুয়েরের প্রত্যাবর্তনের ম্যাচে অস্ট্রিয়ার কাছে হার জার্মানির
Web Desk, ABP Ananda
Updated at:
03 Jun 2018 12:56 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -