ভুবনেশ্বর: পেনাল্টিতে বেলজিয়ামকে (Belgium) হারিয়ে হকি বিশ্বকাপে (Hockey World Cup 2023) চ্যাম্পিয়ন জার্মানি। ম্যাচের নির্ধারিত সময় খেলা ৩-৩ ব্যবধানে শেষ হয়। শেষ পর্যন্ত টাইব্রেকারে খেলা গড়ালে সেখানে ৫-৪ ব্য়বধানে জয় ছিনিয়ে নেয় জার্মানি (Germany)। খেলার ১০ মিনিটের মাথায় ০-২ গোলে পিছিয়ে গিয়েছিল জার্মানি (Germany)। সেখান থেকেই প্রত্যাবর্তন করে জার্মানরা। হাফ টাইমের বাঁশি বাজার আগে জার্মানির হয়ে ব্য়বধান কমান নিকলেস ওয়েলেন। ২-১ ব্যবধানে পিছিয়ে থেকে মাঠ ছাড়ে জার্মানি। 


দ্বিতীয়ার্ধের শুরুতেই পরপর ২ টো গােল করে এগিয়ে যায় জার্মানি। কিন্তু খেলার ৫৮ মিনিটের মাথায় খেলায় সমতা ফেরায় বেলজিয়াম। এরপরই ম্যাচ টাইব্রেকারে যায়। সেখানে জার্মানির গোলরক্ষক অ্যালেকজান্ডার স্ট্যাডলার ২টো সেভ করে দলের জয় নিশ্চিত করেন। উল্লেখ্য, ভারত আগেই বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিল। এবার ভারতের মাটিতেই বসেছে বিশ্বকাপের আসর। ভুবনেশ্বরে আয়োজিত হচ্ছিল এই হকি বিশ্বকাপের আসর। 


বিশ্বজয় ভারতের 


ইংল্যান্ডকে হারিয়ে অনূর্ধ্ব ১৯ মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় ভারতের। ম্যাচের শুরুতেই ভারতীয় বোলারদের বিধ্বংসী বোলিংয়ে মাত্র ৬৮ রানে অল আউট হয়ে যায় ইংল্য়ান্ডর অনূর্ধ্ব ১৯ মহিলা ক্রিকেট দল। জবাবে ব্য়াট করতে নেমে ১৪ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় শেফালি ব্রিগেড।


মেন্টর মিতালি


আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন গত বছর। মহিলাদের ক্রিকেটে ব্যাটারদের একাধিক রেকর্ড ঝুলিতে পুরেছেন। তবে এবার ফের মাঠে নামতে চলেছেন মিতালি রাজ। ভারতীয় মহিলা ক্রিকেট দলের


প্রাক্তন ক্যাপ্টেন এবার মহিলাদের আইপিএলে মাঠে নামতে চলেছেন। গুজরাত টাইটান্সের মহিলা আইপিএল দলের জার্সি গায়ে দেখা যাবে মিতালিকে। তবে ক্রিকেটার হিসেবে নয়। দলের মেন্টর হিসেবে দেখা যাবে মিতালিকে। উল্লেখ্য়, আগামী মার্চে শুরু হতে চলেছে মহিলাদের আইপিএলের প্রথম মরসুম।


নিজেদের প্রথম বছরেই পুরুষদের আইপিএলে খেতাব জিতে নিয়েছে গুজরাত টাইটান্স। এবার মহিলাদের আইপিএলও দল কিনেছে এই ফ্র্যাঞ্চাইজি। গুজরাত ফ্র্যাঞ্চাইজির মালিক আদানি এন্টারপ্রাইসের ডিরেক্টর প্রণব আদানি মিতালির যোগ দেওয়ার কথা নিশ্চিত করে জানান, ''নতুন প্রজন্মের কাছে মিতালি রাজ রোল মডেল। আর আমাদের দলে এমন একজন ক্রিকেটারকে মেন্টর হিসেবে পেয়ে আমরা অত্যন্ত খুশি। আমাদের বিশ্বাস, মিতালির মতো কিংবদন্তিরা এই ফ্র্যাঞ্চাইজিগুলির সঙ্গে যুক্ত হলে, উঠতি খেলোয়াড়রা আরও বেশি করে উৎসাহ পাবেন।''