কিংস্টন: বর্তমানে বিশ্বের অন্যতম সেরা পেসার জসপ্রীত বুমরাহর বোলিং অ্যাকশন নিয়ে যাঁরা প্রশ্ন তুলছেন, তাঁদের পাল্টা সমালোচনা করলেন সুনীল গাওস্কর। তাঁর দাবি, বুমরাহর অ্যাকশনে কোনও সমস্যা নেই।


ভারত-ওয়েস্ট ইন্ডিজের চলতি টেস্টের দ্বিতীয় দিন বুমরাহ হ্যাটট্রিক করার পর ধারাভাষ্যকার ইয়ান বিশপ বলেন, ‘আমি বিশ্বাস করতে পারছি না, কিছু মানুষ জসপ্রীত বুমরাহর অ্যাকশনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলছে। ওর অ্যাকশন অনন্য হলেও, খেলার নিয়মের মধ্যেই। এই অ্যাকশন অন্যতম পরিচ্ছন্ন। কয়েকজনের আয়নায় মুখ দেখা উচিত।’

প্রাক্তন ক্যারিবিয়ান পেসার বিশপের এই কথা শুনে গাওস্কর বলেন, ‘কারা বুমরাহর অ্যাকশন নিয়ে প্রশ্ন তুলছে? তাদের নাম বলতে পারবে? ভাল করে দেখো, কয়েকবার মাটিতে পা ফেলেই ছন্দ নিয়ে হাত সোজা রেখে বল করে বুমরাহ। এবার আমাকে বলো, কখন ওর হাত বেঁকে যায়?’