ম্যাঞ্চেস্টার: ভারতের কাছে রবিবারের ম্যাচে বিধ্বস্ত হওয়ার পর মুষড়ে পড়া পাকিস্তানি ক্রিকেটারদের হুঁশিয়ারি সরফরাজ আহমেদের। পাকিস্তানি ক্রিকেট অধিনায়ক সতীর্থদের জানিয়ে দিলেন, চলতি বিশ্বকাপের বাকি ম্যাচগুলোয় ঘুরে দাঁড়াতে না পেরে প্রতিযোগিতা থেকে ছিটকে গেলে দেশে ফেরার পর কিন্তু পাকিস্তানি জনতার তীব্র ক্ষোভের মুখে পড়তে হবে সবাইকে, সেজন্য তৈরি থাকো।
ভারতের কাছে ৮৯ রানে পরাজয়ের পর সরফরাজ সহ পাক ক্রিকেটারদের প্রায় সকলেরই তুমুল সমালোচনা হচ্ছে সোস্যাল মিডিয়ায়। পাক ক্রিকেটানুরাগীদের পাশাপাশি প্রাক্তন ক্রিকেটাররাও সরফরাজ বাহিনীর দিকে আঙুল তুলছেন।
৫টি ম্যাচে মাত্র তিন পয়েন্ট পেয়েছে পাকিস্তান। টুর্নামেন্টের পয়েন্ট টেবিলে শেষের দিক থেকে দু নম্বরে আছে তারা। খারাপ পারফরম্যান্স বহাল থাকলে ঘরে ফেরার পর ভক্ত, অনুরাগীরা যে ছেড়ে কথা বলবেন না, রেয়াত করবেন না, তা মনে করিয়ে ঘুরে দাঁড়ানোর ডাক দিয়েছেন সরফরাজ। তাঁকে উদ্ধৃত করে একটি পাক সংবাদ সংস্থা বলেছে, কেউ যদি ধরে নেয়, এবার আমি বাড়ি ফিরব, সেটা তবে বোকামো। ঈশ্বর না করুন, তেমন দুর্ভাগ্যজনক কিছু ঘটে গেলে এমনটা কিন্তু হবে না যে, আমি একা বাড়ি ফিরব।
রবিবারের শোচনীয় হারের পর বিশেষ করে সরফরাজ, শোয়েইব মালিকের সমালোচনা হচ্ছে বেশি। শোয়েইব আখতার বলেছেন, সরফরাজ ‘মগজহীন’ অধিনায়কত্ব করছেন। আর ভারতীয় টেনিস-তারকা স্ত্রী সানিয়া মির্জার সঙ্গে মার্কি ম্যাচের আগের রাতে ডিনারে বেরনোর ভিডিও সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে বিপাকে প্রথম বলেই আউট হওয়া শোয়েইব। মহম্মদ ইউসুফের মতো প্রাক্তনীরা বলছেন, শোয়েইবকে বাকি ম্যাচগুলিতে রাখা উচিত নয় দলে।
শোয়েইব এমনিতেই বিশ্বকাপের পর একদিনের ফরম্যাটে খেলা ছেড়ে দিচ্ছেন।
সরফরাজ অবশ্য বিরাট-বাহিনীর কাছে লজ্জার হার ভুলে বাকি চার ম্যাচে নিজেদের উজ্জীবিত করতে বলেছেন টিমমেটদের, সামনে তাকানোর ডাক দিয়েছেন।
২৩ জুন পাকিস্তানের পরের ম্যাচ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে।
অন্যদিকে পাক পেসার মহম্মদ আমির, যিনি ভারতের বিরুদ্ধে ১০ ওভারে ৪৭ রানে তিনটি উইকেট নিয়ে কিছুটা মান রেখেছেন, ভক্তদের ট্যুইটে আবেদন করেছেন, আমাদের সমালোচনা করুন, কিন্তু দয়া করে খারাপ শব্দ বলবেন না। আমরা ঘুরে দাঁড়াব, আপনাদের সমর্থন চাই।
আর পাকিস্তানের হারের পর পরিবারের লোকজনদের যেভাবে ট্রোল করা হচ্ছে, তাতে ক্ষুব্ধ শোয়েইব ট্যুইট করেছেন, সব অ্যাথলেটদের পক্ষ থেকে মিডিয়া, সাধারণ মানুষকেও আমাদের পরিবারের সম্মান বজায় রাখার অনুরোধ করছি। ইচ্ছা হলেই ক্ষুদ্র আলোচনায় পরিবারের লোকজনকে টেনে আনা ভদ্র আচরণ নয়। সোস্যাল মিডিয়ায় যে ভিডিওর প্রসঙ্গ তুলে ম্যাচের আগের রাতে বাইরে খেতে যাওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে, সেটি তখনকার নয় বলেও দাবি করেছেন শোয়েইব।
আমি একা কিন্তু ফিরব না, দেশে ফিরে গণরোষের মুখে পড়তে হবে, তৈরি থাকো! পাক ক্রিকেটারদের ঘুরে দাঁড়ানোর ডাক দিয়ে হুঁশিয়ারি সরফরাজের, ‘খারাপ শব্দ’ নয়, ভক্তদের আর্জি আমিরের
Web Desk, ABP Ananda
Updated at:
18 Jun 2019 02:13 PM (IST)
সরফরাজ অবশ্য বিরাট-বাহিনীর কাছে লজ্জার হার ভুলে বাকি চার ম্যাচে নিজেদের উজ্জীবিত করতে বলেছেন টিমমেটদের, সামনে তাকানোর ডাক দিয়েছেন। ২৩ জুন পাকিস্তানের পরের ম্যাচ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -