লন্ডন: অর্জুন তেন্ডুলকরের দুরন্ত ইনস্যুইং ডেলিভারিতে ছিটকে গেল বিপক্ষ ব্যাটসম্যানের স্ট্যাম্প। বাঁহাতি জোরে বোলার অর্জুনের এই বোলিংয়ের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। দ্বিতীয় একাদশ টুর্নামেন্টে সারে দ্বিতীয় একাদশের ব্যাটসম্যান নাথন টিলের ডিফেন্স ভেদ করে অফস্ট্যাম্প ছিটকে দিল অর্জুনের ওই ইনস্যুইঙ্গার। মাত্র চার রান করে প্যাভিলিয়নে ফিরতে হল ব্যাটসম্যানকে।
লর্ডস ক্রিকেট গ্রাউন্ডের ট্যুইটার হ্যান্ডেলে ভিডিও শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, অভিবাদন, অর্জুন তেন্ডুলকর।





সম্প্রতি সচিন তেন্ডুলকর তাঁর ছেলে অর্জুনকে চাপ মোকাবিলা কীভাবে করতে হবে, সে ব্যাপারে পরামর্শ দিয়েছিলেন। সচিন ছেলেকে বলেছিলেন যে, জীবনের যাত্রাপথে শর্ট-কার্ট বলে কিছু হয় না। এই পরামর্শ সচিনকে দিয়েছিলেন তাঁর বাবা রমেশ তেন্ডুলকর।
বাঁহাতি উঠতি পেসার অর্জুন সম্প্রতি টি ২০ মুম্বই লিগে ব্যাট ও বল-উভয় বিভাগেই সফল হয়েছিলেন।
সচিন বলেছিলেন, ওর আবেগ রয়েছে এবং আমি কোনও কিছুর জন্যই জোর করিনি। আমি ওকে ক্রিকেট খেলার জন্যও কখনও জোর করিনি। প্রথমে ও ফুটবল খেলত। পরে দাবা খেলার প্রতি ও আগ্রহ দেখায় এবং এখন ও ক্রিকেট খেলছে। ওকে আমি বলেছি, জীবনে যাই-ই কিছু কর, সেজন্য সহজ কোনও রাস্তা নেওয়ার চেষ্টা কর না। প্রচুর পরিশ্রম করতে হবে এবং কাজে কতটা সফল হবে, তা তোমার ওপর নির্ভর করছে।
সচিন বলেছেন, আর পাঁচটা বাবা-মায়ের মতো তিনিও চান, তাঁর ছেলে ভালো পারফর্ম করুক।