মুম্বই: অলিম্পিক্সে ভারোত্তোলনে পদক জিতে নজির গড়েছেন সাইখম মীরাবাঈ চানু। বুধবার মুম্বইয়ে তিনি দেখা করলেন সলমন খানের সঙ্গে। এবং বলিউডের ভাইজানের সাক্ষাৎ পেয়ে আপ্লুত চানু। তিনি সলমনের সঙ্গে ছবিও তুলেছেন।
সেই ছবি ট্যুইট করে চানু লিখেছেন, 'অনেক ধন্যবাদ সলমন স্যার। আমি আপনার বড় ভক্ত। আপনার সঙ্গে দেখা করে মনে হচ্ছে স্বপ্ন সফল হল।' সলমনও চানুর সঙ্গে তাঁর ছবি ট্যুইট করেছেন। লিখেছেন, 'রুপোর পদকজয়ী চানুর জন্য খুব খুশি। তোমার সঙ্গে দেখা হয়ে খুব ভাল লাগছে। অনেক শুভেচ্ছা রইল।'
বুধবার সচিন রমেশ তেন্ডুলকরের মুম্বইয়ের বাড়িতেও গিয়েছিলেন মীরাবাঈ চানু। এবং অলিম্পিক্সে রুপোজয়ী ভারোত্তোলককে সচিন বললেন, মণিপুর থেকে টোকিও পর্যন্ত আপনার সফর অবিশ্বাস্য। এভাবেই খেলতে থাকুন।
কর্ণম মালেশ্বরী ২০০০ সালে সিডনি অলিম্পিক গেমসে ভারোত্তোলনে ব্রোঞ্জ পেয়েছিলেন। অলিম্পিক্সের ইতিহাসে দ্বিতীয় ভারতীয় ভারোত্তোলক হিসেবে এবার পদক জিতে ফিরেছেন মীরাবাঈ চানু, মহিলাদের ৪৯ কেজি বিভাগে। অলিম্পিক্স ভারোত্তোলনে দেশের প্রথম রুপো। বুধবার সকালে সচিন তেন্ডুলকর নিজের বাড়িতে দেখা করলেন চানুর সঙ্গে।
বুধবার সচিনের মুম্বইয়ের বাড়িতেই সাক্ষাৎ হয় উভয়ের। মাস্টার ব্লাস্টারের সঙ্গে সাক্ষাতের মুহূর্তের সেই ছবি নিজেই ইনস্টাগ্রামে শেয়ার করেছেন চানু। পরে সেই ছবি শেয়ার করে চানু লেখেন, 'সচিন স্যারের সঙ্গে আজ সকালে দেখা করে দারুণ লাগল। ওঁর সমস্ত উপদেশ আজীবন মনে রাখব।' সচিনের সঙ্গে সাক্ষাৎ তাঁকে প্রেরণা জুগিয়েছে বলেও উল্লেখ করেছেন মীরাবাঈ চানু।
ছবিতে দেখা যায়, নিজের রুপোর পদক সচিনকে দেখাচ্ছেন চানু। নিজের বাড়িতে অলিম্পিক্স পদকজয়ীকে ফুলের স্তবক দিয়ে সংবর্ধনা জানান সচিন। সাক্ষাতের সেই ছবি শেয়ার করেছেন সচিনও। চানুর টুইটের প্রেক্ষিতে মাস্টার ব্লাস্টার লেখেন, আপনার সঙ্গে সকালে দেখা করতে পেরে আমিও একইরকম খুশি। মণিপুর থেকে টোকিও পৌঁছনোর এই সফর খুবই প্রেরণাদায়ক। আপনার সঙ্গে এই বিষয়ে কথা বলতে পেরে আমারও ভালো লেগেছে। মাস্টার ব্লাস্টার সেই সঙ্গে লেখেন, চ্যাম্পিয়ন চানুর পদক জয়ের এই যাত্রা সকলকে অনুপ্রেরণা জোগাবে।