নয়াদিল্লি: ফের Google Pixel 5a-র লঞ্চ নিয়ে জল্পনা শুরু। সম্প্রতি একটি টেক সাইটের দাবি নিয়ে শুরু হয়েছে নতুন চর্চা। যেখানে বলা হয়েছে, চলতি মাসের শেষেই আসতে চলেছে এই নতুন ফোন।
Google Pixel 5a-র লঞ্চ নিয়ে গোপন তথ্য সামনে এনেছে 'ফ্রন্ট পেজ টেক'। এই টেক সাইটের দাবি অনুযায়ী, ২৬ অগাস্ট লঞ্চ হতে চলেছে গুগলের এই নতুন ফোন। কোম্পানি Google Pixel 6 ও Pixel 6 Pro লঞ্চের বিষয়ে নিশ্চিত করার পর এই খবর প্রকাশ্যে এসেছে। আগামী মাসেই নতুন পিক্সেলের সিক্স ভার্সন আনবে গুগল। তার আগেই আসতে পারে Google Pixel 5a।
Google Pixel 5a-র সম্ভাব্য স্পেসিফিকেশন
ফ্রন্ট পেজ টেকের খবর অনুযায়ী, 5a-তে স্ন্যাপড্রাগন ৭৬৫জি প্রসেসর দেবে গুগল। ৬ জিবি RAM দেওয়া হবে ফোনে। নতুন মডেলে থাকবে ৪৬৫০ এমএএইচের ব্যাটারি। ৬.৪ ইঞ্চির স্ক্রিনে থাকবে ৯০ হার্টজের রিফ্রেস রেট। শোনা যাচ্ছে, ওয়্যারলেস চার্জিং দেওয়া হতে পারে ফোনে।Google Pixel 5-এর ক্যামেরা সেটআপ থাকবে নতুন মডেলে। জল ও ধুলো থেকে বাঁচাতে ফোনে থাকতে পারে IP67 রেটিং।
অতীতে গুগলের এই মিড রেঞ্জের স্মার্টফোন নিয়ে কম জল্পনা হয়নি। অ্যান্ড্রয়েড সেন্ট্রাল এক সূত্রের কথা বলে দাবি করে, Pixel 5a 5Gবাজারে আসছে না। এই প্রজেক্ট পুরোপুরি বাতিল করেছে গুগল। পরে এই গুজবে আরও রসদ জোগায় একটি টুইট। যেখানে বলা হয়, পর্যাপ্ত পরিমাণ চিপ না থাকায় এই ফোনের কাজ থেকে সরে আসতে বাধ্য হয়েছে সংস্থা।
যদিও গুগলের মুখপাত্র জানিয়ে দেন, এরকম কিছুই হয়নি। মার্কিন যুক্তরাষ্ট্র ও জাপানে পাওয়া যাবে Pixel 5a 5G।এদিকে ব্যুরো অফ ইন্ডিয়ান স্যান্ডার্ডসের BIS -এর মতে, ভারতেও আত্মপ্রকাশ করতে পারে এই ফোন। তবে এখনও এই নিয়ে নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। লিকড প্রাইস অনুযায়ী, ভারতীয় মূদ্রায় Google Pixel 5a-র দাম হতে পারে ৩৩,৩৯০টাকা।