সৌমিত্র রায়, পশ্চিম মেদিনীপুর: বানভাসি ঘাটাল (Ghatal Flood)। জল থই থই চারিদিকে। মাঝে কিছুদিন জলের পরিমাণ কমলেও, শুক্রবার ফের বেড়েছে জল। স্কুল, কলেজ, মাঠ, চাষের জমি, সবই জলের তলায়। চরম বিপাকে ঘাটালবাসী। এমন পরস্থিতিতে ঘাটালের পাশে দাঁড়ালেন দীপেন্দু বিশ্বাস (Dipendu Biswas)। দেখা গেল এক সময়ের ময়দান কাঁপানো ফুটবলারের মানবিক দিক।
রবিবার, ২৯ সেপ্টেম্বর ৪৩ পার করে ৪৪-এ পা দিলেন কলকাতার প্রধানদের হয়ে মাঠ কাঁপানো দীপেন্দু। সেই দিনেই দুর্গতদের সাহায্য করে জন্মদিন পালন করলেন প্রাক্তন ফুটবলার দীপেন্দু । খাবার সহ একাধিক প্রয়োজনীয় সামগ্রী নিয়ে ঘাটালে যান তিনি। নিজের হাতে বিলি করেন ত্রাণ। জলমগ্ন এলাকার বাসিন্দাদের কাছে প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেন প্রাক্তন ফুটবলার।
দীপেন্দুর পাশাপাশি বন্যা দুর্গতদের পাশে সৌরভ গঙ্গোপাধ্যায়ও (Sourav Ganguly)। ঝাড়গ্রামে ত্রাণ পাঠালেন 'মহারাজ'। এর আগে ঘাটাল, হাওড়া ও খানাকুলে ত্রাণ পাঠিয়েছেন সৌরভ। সৌরভ গঙ্গোপাধ্যায় ফাউন্ডেশনের তরফে প্রতিনিধিরা বণ্যা দুর্গতদের সাহায্যার্থে পৌঁছে যান।
ডিভিসির ছাড়া জলেও এখনও যে বাংলার একাধিক গ্রাম জলের তলায়। ঘাটালে তো এখনও স্বাভাবিক জীবনে ফিরতেই পারেননি মানুষজন। এরই মধ্যে, ঘাটালে চরমে উঠেছে পানীয় জলের সঙ্কট। নৌকা বা ডিঙি চড়ে এক জায়গা থেকে অন্য জায়গায় পানীয় জল নিয়ে আসতে বাধ্য হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। কয়েকদিন ধরে ঘাটালের বিস্তীর্ণ এলাকা জলের তলায়। কয়েক জায়গায় যদিও ধীরে ধীরে নামতে শুরু করেছে জল। জল নামতেই দেখা যাচ্ছে পানীয় জলের সঙ্কট। বিদ্যুৎ না থাকায় পানীয় জলের সমস্যা বেড়েছে কয়েকটি জায়গায়। একাধিক এলাকার বাসিন্দাদের পাকা বাড়ির একতলা এখনও জলের তলায়। ছাদের উপর ত্রিপল টাঙিয়ে কোনও রকমে বসবাস করছেন তাঁরা।
ঘাটালে এই ছবিটা কিন্তু নতুন নয়, কার্যত নিয়মে পরিণত হয়েছে এটা। বছর আসে বছর যায়, ভোট আসে ভোট যায়, কিন্তু ঘাটাল বদলায় না। এখনও পর্যন্ত ঘাটাল মাস্টার প্ল্যান শুধু প্রতিশ্রুতিতেই আবদ্ধ। দশকের পর দশক তা থেকে গেছে খাতায় কলমেই। সোমবার, পানীয় জল ও বিদ্যুতের দাবিতে, দাসপুর থেকে কেশপুরে যাওয়ার রাজ্য সড়ক অবরোধ করেন স্থানীয়দের একাংশ। ঘাটালবাসীদের প্রশ্ন একটাই আর কতদিন? আর কতদিন এমনভাবেই কাটবে? সদুত্তরের আশায় সকলেই।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: গম্ভীরকে 'খড়ুস' আখ্যা দিলেন ভারতীয় অধিনায়ক রোহিত, কিন্তু কেন?