কলকাতা: হার্দিক পটেল ও কে এল রাহুলকে আরেকটি সুযোগ দেওয়ার আবেদন করলেন ক্রিকেট দুনিয়ার ‘জেন্টলম্যান আম্পায়ার’ হিসেবে পরিচিত সাইমন টফেল। তাঁর মতে, সকলেই ভুল করে। তা থেকে কী শিক্ষা মিলছে, সেটাই গুরুত্বপূর্ণ।
সম্প্রতি, কর্ণ জোহরের টক শো ‘কফি উইথ কর্ণ’-তে মহিলাদের সম্পর্কে আপত্তিকর ও অবমাননাকর মন্তব্য করেন রাহুল ও হার্দিক। বিতর্কে জেরে দুই ক্রিকেটারকে সাসপেন্ড করে বিসিসিআই। দুজনকেই অস্ট্রেলিয়া থেকে প্রথম বিমানে চাপিয়ে দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। উভয়কেই শো-কজ নোটিস ধরিয়েছে বোর্ড। পেশ করা হবে তদন্ত কমিটির সামনে।
এই প্রেক্ষিতে দুই ক্রিকেটারের ভবিষ্যতের কথা মাথায় রেখে তাঁদের আরেকটি সুযোগ দেওয়ার আবেদন করেন টফেল। বলেন, সময়ে সময়ে আমরা সকলেই ভুল করি। ভুল থেকে শিক্ষা নিয়ে থাকি। আমিও কেরিয়ারে অনেক ভুল করেছি। তা থেকে শিক্ষা নিয়েছি। ঠিক একইভাবে, এই দুজনও করেছে। আমার বিশ্বাস, এই ভুল থেকে এরা শিক্ষা নেবে এবং ভবিষ্যতে ভাল মানুষ হবে।
হার্দিক ও রাহুলকে আরেকটি সুযোগ দেওয়া হোক, সওয়াল টফেলের
Web Desk, ABP Ananda
Updated at:
15 Jan 2019 04:15 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -