মুম্বই: করন জোহরের জনপ্রিয় টিভি শো-তে মহিলাদের সম্পর্কে যৌনগন্ধী মন্তব্যের জের। ক্রিকেটার হার্দিক পান্ড্যের সাম্মানিক সদস্যপদ খারিজ করল মুম্বইয়ের খার জিমখানা। ক্রিকেটার কে এল রাহুলের সঙ্গে করনের শো কফি উইথ করন-এ সম্প্রতি হাজির হয়ে হার্দিকের করা কিছু মন্তব্যে আলোড়ন উঠেছে। এজন্য বিসিসিআইয়ের তদন্ত সম্পূর্ণ হওয়া পর্যন্ত হার্দিক ও রাহুল, দুজনকেই সাসপেন্ড করে অস্ট্রেলিয়া থেকে ভারতে ফেরত্ পাঠিয়ে দেওয়া হয়েছে। তার মধ্যেই মুম্বইয়ের এই নামী ক্লাবের সিদ্ধান্ত, হার্দিককে তারা সদস্য হিসাবে রাখবে না। খার জিমখানার অনারারি জেনারেল সেক্রেটারি গৌরব কাপাডিয়া বলেছেন, ২০১৮র অক্টোবর হার্দিক পান্ড্যকে তিন বছরের সাম্মানিক সদস্যপদ দেওয়া হয়। কিন্তু ক্লাবের ম্যানেজিং কমিটি সোমবার বিকালে তা বাতিলের সিদ্ধান্ত নেয়। ক্লাব খেলার দুনিয়ার লোকজনকে এধরনের সাম্মানিক সদস্য করে বলে জানান তিনি।
হার্দিকের মন্তব্য ঘিরে তীব্র প্রতিক্রিয়া হচ্ছে দেখে ক্লাবের পরিচালন কমিটি বিষয়টি খতিয়ে দেখে বলে জানান আরেক কর্মকর্তা।
করনের ওই শো-তে তাঁরা মেয়েদের সঙ্গে সম্পর্ক গড়া ও তা নিয়ে বাবা মায়েদের সামনে খোলাখুলি মন্তব্য করার কথা কোনও দ্বিধা না করেই জানান, যা নিয়ে আপত্তি ওঠে। নানা মহল অসন্তোষ প্রকাশ করে বলেন, ওঁদের মহিলাদের সম্পর্কে হীন মানসিকতাই ফুটে উঠেছে ওই শো-তে।
বিসিসিআইয়ের জনৈক কর্তা সোমবার জানান, সাসপেন্ড হওয়ার পর তাঁরা দুজনেই ওইসব মন্তব্যের জন্য নিঃশর্তে লিখিত ভাবে ক্ষমা চেয়েছেন।