মেলবোর্ন: আইপিএল-এর (IPL 2022) আগে সাত পাকে বাঁধা পড়লেন অস্ট্রেলিয়ার (Australia) তারকা ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell)। ভারতীয় বংশোদ্ভূত বিনি রমনকে (Vini Raman) বিয়ে করলেন এই ডানহাতি ব্যাটসম্যান। গতকাল ঘনিষ্ঠদের নিয়ে এক ঘরোয়া অনুষ্ঠানে বিবাহ সুসম্পন্ন হয়। সোশ্যাল মিডিয়ায় নববিবাহিত স্ত্রীর সঙ্গে ছবি শেয়ার করেছেন ম্যাক্সওয়েল। বিনি লিখেছেন, ‘ভালবাসা হল পূর্ণতার সন্ধান। তোমার সঙ্গে আমি সম্পূর্ণ।’ বিনি আরও লিখেছেন, ‘মিস্টার অ্যান্ড মিসেস ম্যাক্সওয়েল। ১৮.০৩.২০২২।’


বেশ কিছুদিন ধরেই প্রেমের সম্পর্ক ম্যাক্সওয়েল ও বিনির। এবার তাঁরা এই সম্পর্ককে অন্য মাত্রা দিলেন। ২০২০ সালের ফেব্রুয়ারিতে তাঁরা ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে বাগদানের কথা ঘোষণা করেন। এবার তাঁরা বিয়ে করলেন।


এই অনুষ্ঠান নিয়ে বিশেষ গোপনীয়তা অবলম্বন করা হয়। সূত্রের খবর, বিয়ের আসরে আমন্ত্রিত ছিলেন মোট ৩৫০ জন। ম্যাক্সওয়েল ও বিনির পরিবারের লোকজন এবং ঘনিষ্ঠ বন্ধুরাই আমন্ত্রিত ছিলেন। অনলাইনে বিয়ের কথা ফাঁস হয়ে যাওয়ায় নিরাপত্তা জোরদার করা হয়। আরসিবি-তে ম্যাক্সওয়েলের এক সতীর্থ তাঁকে খবর দেন, তামিলে ছাপা বিয়ের আমন্ত্রণপত্র অনলাইনে ফাঁস হয়ে গিয়েছে। এর জেরেই নিরাপত্তা বৃদ্ধি করা হয় বলে জানা গিয়েছে।


২০১৭ সালে প্রথমবার সোশ্যাল মিডিয়ায় বিনির সঙ্গে ম্যাক্সওয়েলের ছবি দেখা যায়। এরপর থেকেই ক্রিকেটমহলে তাঁদের সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয়। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ান ক্রিকেট অ্যাওয়ার্ডসে প্রথমবার বিনি ও ম্যাক্সওয়েলকে একসঙ্গে দেখা যায়।


তামিল পরিবারের মেয়ে বিনি পেশায় ফার্মাসিস্ট। তিনি মেলবোর্নের বাসিন্দা। তাঁর বাবা বেঙ্কট রমন ও মা বিজয়লক্ষ্মী বহুদিন ধরেই অস্ট্রেলিয়ায় থাকেন। তাঁরা আদতে তামিলনাড়ুর বাসিন্দা। তবে তাঁরা এখন অস্ট্রেলিয়ার নাগরিক।


এবারের আইপিএল-এ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলবেন ম্যাক্সওয়েল। তাঁর দলের প্রথম ম্যাচ ২৭ মার্চ, রবিবার। এই ম্যাচে আরসিবি-র প্রতিপক্ষ পঞ্জাব কিংস। এই ম্যাচটি হবে নভি মুম্বইয়ের ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে।


সম্প্রতি দুর্দান্ত ফর্মে আছেন ম্যাক্সওয়েল। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজে ৫-০ জয় পেয়েছে অস্ট্রেলিয়া। এই সিরিজে ১৩৮ রান করেন ম্যাক্সওয়েল। তিনি একটি উইকেটও নেন।