আইপিএলে কলকাতা নাইট রাইডার্সে খেলে যাওয়া লিন এখন খেলছেন অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে। শুক্রবার তিনি ট্যুইট করে জানান, এই টুর্নামেন্টে তাঁর মারা প্রত্যেক ছক্কার জন্য আড়াইশো ডলার করে দেবেন দাবানল মোকাবিলার ত্রাণে। লিন লেখেন, ‘বিগ ব্যাশ লিগে প্রত্যেক ছক্কার জন্য আড়াইশো ডলার করে রেড ক্রসের ত্রাণ তহবিলে দান করব। যারা এত প্রাণ আর সম্পদ বাঁচানোর জন্য লড়াই করছে, তাঁরাই প্রকৃত নায়ক আর দেখে ভাল লাগছে এত ক্রীড়াবিদ তাঁদের পাশে দাঁড়াচ্ছে।’
লিনের দেখাদেখি ম্যাক্সওয়েলও সাহায্যের হাত বাড়িয়ে দেন। ট্যুইট করেন, ‘লিনি তোমার উদ্যোগ দুর্দান্ত। আমি তোমার পাশে থেকে জানাচ্ছি, বিগ ব্যাশ লিগে প্রত্যেক ছক্কার জন্য আড়াইশো ডলার করে দেব দাবানল মোকাবিলার জন্য। তাতে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাওয়া দেশবাসীদের উপকার হবে হয়তো।’
পিছিয়ে নেই টেনিস তারকারাও। নিক কিরিয়স যেমন। তাঁর মারা প্রত্যেক ‘এস’-এর জন্য দুশো ডলার করে অনুদান দেওয়ার কথা জানিয়েছেন কিরিয়স। একইভাবে ‘এস’ পিছু দুশো ডলার করে দেবেন মহিলা টেনিস তারকা সামান্থা স্তোসুর। ডার্সি শর্ট, ফাওয়াদ আমেদরাও ছক্কা পিছু আড়ইশো ডলার করে অনুদানের প্রতিশ্রুতি দিয়েছেন।