চোট, আইপিএল থেকে বাদ ম্যাক্সওয়েল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 17 May 2016 08:34 AM (IST)
মোহালি: চোটের কারণে আইপিএল থেকে বাদ পড়লেন অজি ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েল। কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে আর খেলতে দেখা যাবে না অস্ট্রেলিয় এই ক্রিকেটারকে। আইপিএলের পরই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ অস্ট্রেলিয়ার। তার আগে সেরে উঠতে দেশে ফিরে যাবেন ম্যাক্সওয়েল। প্রসঙ্গত, আইপিএলের চলতি মরশুমে আঘাতের জন্য বাদ পড়েছেন স্টিভ স্মিথ, মার্শ ব্রাদার্স শন ও মিচ, পেসার জন হেস্টিংস। গ্লেন ম্যাক্সওয়েল এই তালিকায় নবতম সংযোজন। উল্লেখ্য, গতকালের ম্যাচে চোট লাগে তাঁর। তলপেটের বাঁদিকে চোট পান তিনি। তাঁর শারীরিক অবস্থা যেরকম, সম্ভবত আগামী ম্যাচগুলিতে খেলতে পারবেন না তিনি, জানান চিকিত্সকরা। এরপরই তাঁকে দেশে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এই মরশুমেই দুটি অধর্শতরান করেছেন তিনি। সর্বোচ্চ স্কোর ৬৮। ১১ টি ম্যাচে গড় ২০। স্ট্রাইক রেট ১৪৪.৩৫।