নয়াদিল্লি: হতে পারে প্লেয়ার হিসেবে তাঁর দাম উঠেছিল দশ কোটি টাকা, কিন্তু সেই দরের সঙ্গে সামঞ্জস্য রেখে আইপিএলে একেবারেই তেমন কিছু করে দেখাতে পারেননি কিংস ইলেভেন পঞ্জাবের গ্লেন ম্যাক্সওয়েল। আর সে জন্যই বীরেন্দ্র সহবাগ ম্যাক্সকে কিছুদিন আগে ‘দশ কোটি টাকার চিয়ারলিডার’ বলে রীতিমতো ব্যঙ্গ করেছিলেন। এবার স্টেপ আউট করে বেরিয়ে এসে বীরুর কথার জবাব দিলেন ম্যাক্স। এক সাক্ষাৎকারে ম্যাক্স সাফ বললেন, সহবাগ স্রেফ মিডিয়ার প্রচারে থাকার জন্যই এইসব বলে থাকেন।
এই অস্ট্রেলিয়ান স্টার আইপিএলে একেবারেই ফর্মে ছিলেন না। চেনা ছন্দে দেখা যায়নি তাঁকে। কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে ১৩টা ম্যাচ খেলেছেন তিনি। কিন্তু চেনা মারকুটে মেজাজটাই যেন হারিয়ে ফেলেছেন এই ব্যাটসম্যান। ১৫.৪২ গড়ে ১০৮ রানের বেশি করতে পারেননি। স্ট্রাইক রেট অবশ্য ১০১.৮৮। মূলত বিগ হিটার হিসাবেই ক্রিকেট বিশ্বে তিনি পরিচিত। কিন্তু এ বারের গোটা আইপিএলে একটাও ছক্কা মারতে পারেননি।তাঁর এই হেন সহবাগ বলেন, “গ্লেন ম্যাক্সওয়েল নামক ১০ কোটি টাকার এই চিয়ারলিডার পঞ্জাবের জন্য বড্ডই ব্যয়বহুল হয়ে গেল।কোনও কাজেই লাগলো না। শেষ কয়েক বছর ধরেই খারাপ পারফর্ম করছে। আর এ বছর সবচেয়ে খারাপ। হাইলি পেইড ভ্যাকেশন একেই বোধহয় বলে।”
এ সবেরই উত্তরে ম্যাক্স বলেন, আমার খেলার কি কি খারাপ লাগছে, কোনটা অপছন্দ সেটা যদি বীরু আমাকে নিজে সরাসরি জানাতো তাতে আমার কোনও সমস্যা নেই। সেটা ওর যা খুশি ও বলতেই পারে। কিন্তু আমায় না জানিয়ে ও সব সময় মিডিয়ায় কথা বলে যাতে ও নিজে প্রচারে উঠে আসে এবং খবরের শিরোনামে থাকতে পারে। ও যা বলে সেসব অনেক শুনেছি। অনেক সময়েই এড়িয়েও গিয়েছি। ওর আসলে স্বভাবটাই হল বাড়িয়ে বাড়িয়ে সবকিছু বলা।”
বীরেন্দ্র সহবাগের ‘১০ কোটি টাকার চিয়ারলিডার’ কটাক্ষের জবাব ম্যাক্সওয়েলের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
21 Nov 2020 11:08 AM (IST)
হতে পারে প্লেয়ার হিসেবে তাঁর দাম উঠেছিল দশ কোটি টাকা, কিন্তু সেই দরের সঙ্গে সামঞ্জস্য রেখে আইপিএলে একেবারেই তেমন কিছু করে দেখাতে পারেননি কিংস ইলেভেন পঞ্জাবের গ্লেন ম্যাক্সওয়েল। আর সে জন্যই বীরেন্দ্র সহবাগ ম্যাক্সকে কিছুদিন আগে ‘দশ কোটি টাকার চিয়ারলিডার’ বলে রীতিমতো ব্যঙ্গ করেছিলেন। এবার স্টেপ আউট করে বেরিয়ে এসে বীরুর কথার জবাব দিলেন ম্যাক্স।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -