নয়াদিল্লি: চোট সারিয়ে দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটিয়েছেন ভারতের অভিজ্ঞ পেসার ইশান্ত শর্মা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে তিনি পাঁচ উইকেট নেন। তাঁর এই পারফরম্যান্সের প্রশংসা করেছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন তারকা গ্লেন ম্যাকগ্রা। তিনি একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘ইশান্তের অনেক অভিজ্ঞতা আছে। ও গত দু’বছরে যেভাবে প্রত্যাবর্তন ঘটিয়েছে, সেটা প্রশংসনীয়। আমি ভেবেছিলাম আন্তর্জাতিক স্তরে ওর কেরিয়ার শেষ হয়ে গিয়েছে। কিন্তু ও নিজেকে নতুনভাবে আবিষ্কার করেছে। ও ভাল বোলিং করছে।’


প্রথম টেস্টে ভারতীয় দল হেরে গেলেও, নজর কেড়ে নেন ইশান্ত। ভারতের অন্য দুই পেসার জসপ্রীত বুমরাহ ও মহম্মদ শামি অবশ্য খুব একটা ভাল পারফরম্যান্স দেখাতে পারেননি। তাঁরা একটি করে উইকেট নেন। তবে তাঁদের পাশে দাঁড়িয়ে ম্যাকগ্রা বলেছেন, ‘আমার এখনও ভারতের বোলিং লাইনআপের উপর ভরসা আছে। ভারতের একাধিক বোলার সম্প্রতি চোট সারিয়ে দলে ফিরেছে। শর্মা দলে ফিরে পাঁচ উইকেট নিয়েছে। বুমরাহও চোট সারিয়ে দলে ফিরেছে। ভারতের বোলিং আক্রমণ যে বিশ্বমানের, সে বিষয়ে আমার কোনও সন্দেহ নেই। কেউ রাতারাতি ফর্ম হারায় না। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে টস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। শামি অভিজ্ঞ বোলার। ও ভাল গতিতে বোলিং করছে। জসপ্রীত যেভাবে শর্ট রান-আপ নিয়েও ভাল গতিতে বল স্যুইং করাতে পারে এবং বলের উপর ওর নিয়ন্ত্রণ থাকে, সেটা অনন্য। তাছাড়া অন্যান্য পেসার ও স্পিনাররা আছে। ফলে ভারতের বোলিং লাইনআপের উপর ভরসা হারানোর কোনও কারণ দেখছি না।’