মেলবোর্ন: অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার গ্লেন ম্যাকগ্রার বেছে নেওয়া বর্ষসেরা টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলি। ১২ জনের দলে বিরাট ছাড়াও আছেন আইসিসি-র বিচারে বর্ষসেরা টেস্ট ক্রিকেটার ও বর্ষসেরা ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন।
২০১৬ সালটা ব্যাটসম্যান বিরাটের মতোই অধিনায়ক বিরাটেরও অসাধারণ কেটেছে। ভারতীয় দল এ বছর ১২ টেস্ট খেলে ৯টি জিতেছে। একটি টেস্টও হারেনি। টানা ১৮ টেস্টে অপরাজিত ভারতীয় দল। টেস্টে এ বছর তিনটি দ্বিশতরান সহ ১,২১৫ রান করেছেন বিরাট।
টেস্টের মতোই একদিনের ম্যাচেও অসাধারণ ফর্মে বিরাট। সম্প্রতি ক্রিকেট অস্ট্রেলিয়ার বেছে নেওয়া বর্ষসেরা একদিনের দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন তিনি। এবার ম্যাকগ্রার বাছা দলেরও অধিনায়ক হলেন বিরাট।
এই দল প্রসঙ্গে ম্যাকগ্রা বলেছেন, ‘আমি শুধু পরিসংখ্যানের ভিত্তিতে এই দল বাছিনি। পরিসংখ্যান অবশ্যই গুরুত্বপূর্ণ। কিন্তু আমার কাছে একজন খেলোয়াড়ের মানসিকতা, খেলার সময় নিজের দক্ষতা দেখানো এবং ম্যাচে প্রভাব ফেলা বেশি গুরুত্বপূর্ণ। পরিসংখ্যানের পাশাপাশি এগুলোও থাকলে একজনকে নিখুঁত ক্রিকেটার বলা যায়। এই দল নিয়ে আমি খুশি।’
বিরাট, অশ্বিন ছাড়াও ম্যাকগ্রার দলে আছেন স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার, মিচেল স্টার্ক, জো রুট, বেন স্টোকস, স্টুয়ার্ট ব্রড, জনি বেয়ারস্টো, কেন উইলিয়ামসন, ইয়াসির শাহ ও কাসিগো রাবাদা।
ম্যাকগ্রার বর্ষসেরা টেস্ট দলের অধিনায়ক বিরাট
Web Desk, ABP Ananda
Updated at:
29 Dec 2016 07:46 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -