নয়াদিল্লি: সোশ্যাল মিডিয়ায় এমন কিছু ভিডিও সামনে আসে, যা দেখলে অবাক হয়ে যেতে হয়। কখনও কখনও বিশ্বাস করাই কো কঠিন হয়ে যায়- এমনও কী হতে পারে! অনেক ভিডিও ভাবনার খোরাক জোগায়। এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় সামনে এসেছে। আর তা দ্রুত ভাইরালও হচ্ছে। ভিডিওটি দেখে নেটিজেনরা বিস্ময় ব্যক্ত করেছেন। ভিডিওটি আসলে পাড়ায় ফুটবল খেলার মধ্যে একটি দৃশ্যের।
ভিডিওতে দেখা যাচ্ছে, একদল কিশোর ফুটবল খেলছে। এরইমধ্যে এক খেলোয়াড় বিপক্ষের রক্ষণ এড়িয়ে গোলপোস্টে বল শট করেন। কিন্তু গোলরক্ষক অসাধারণভাবে গোল আটকায়। বল অন্যদিকে চলে যায়। কিন্তু পড়ে গিয়ে সেই প্রতিপক্ষের খেলোয়াড়েরই পায়ে। ওই খেলোয়াড়ও গোল লক্ষ্য করে শট মারে। কিন্তু এবারে প্রাচীর গড়ে তোলে ওই গোলরক্ষকই। সেকেন্ডের ভগ্নাংশের মধ্যে উঠে পা দিয়ে বল আটকে দেয়। আবারও বল যায় অন্য এক বিপক্ষের খেলোয়াড়ের পায়ে। কিন্তু গোলরক্ষক তখনও অভেদ্য হয়ে ওঠে। এভাবে চোখের পলকের মধ্যে ওই গোলরক্ষককে অবিশ্বাস্যভাবে একের পর এক গোল আটকাতে দেখে অনেকেরই চোখ কপালে উঠেছে। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় বেশ পছন্দ হয়েছে।



এই ভিডিওটি এশিয়ান ফুটবল কনফেডারেশনের অফিসিয়াল পেজে পোস্ট করা হয়েছে। ভিডিওতে গোলরক্ষককে এভাবে কয়েক সেকেন্ডের মধ্যে একের পর এক গোল বাঁচাতে দেখে উপস্থিত সবাই ও খেলোয়াড়রাও অবাক হয়ে যায়। প্রতিপক্ষ দল চারবার গোল করার চেষ্টা করে। কিন্তু প্রাচীর গড়ে তোলে ওই গোলরক্ষক। একবারই হাল ছাড়েনি সে। ভিডিওটি শেয়ার করেছেন নরওয়ের কূটনীতিকও।
ট্যুইটারে শেয়ার করা এই ভিডিওতে তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা। বেশিরভাগই গোলরক্ষকের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। এখনও পর্যন্ত প্রায় ১.৬ মিলিয়ন ভিউ হয়েছে ভিডিও-টির। লাইক পড়েছে আট হাজারেরও বেশি। এরিক সোলহেম ভিডিও গত ১২ ডিসেম্বর শেয়ার করেছিলেন।

ভিডিও দেখে  গোলরক্ষকের দক্ষতার প্রশংসায় নেটিজেনরা। যে ক্ষিপ্রতায় একের পর এক আক্রমণ প্রতিহত করেছে গোলরক্ষক, তার কোনও প্রশংসাই যথেষ্ট নয়।