মুম্বই: টেস্ট ক্রিকেটকে বাঁচাতে পারে ভাল মানের পিচ। সজীব বাইশ গজই টেস্ট ক্রিকেটের পড়তি জনপ্রিয়তাকে ঠেকিয়ে ফের মানুষের উন্মাদনা জাগাতে পারে। মন্তব্য সচিন তেন্ডুলকরের।
নিজের মতের পক্ষে অ্যাশেজ সিরিজে লর্ডস টেস্টের প্রসঙ্গ টেনেছেন মাস্টার ব্লাস্টার। বলেছেন, ‘টেস্ট ক্রিকেটের প্রাণশক্তিই হল কী ধরনের পিচে খেলা হচ্ছে, তার চরিত্র। ভাল পিচ হলে ক্রিকেট কখনওই একঘেঁয়ে খেলা হয়ে উঠতে পারে না। পিচ ভাল হলে খেলায় টানটান মুহূর্ত আসবে, উত্তেজক বোলিং স্পেল, দুর্দান্ত ব্যাটিং হবে। আর এসব দেখতেই লোকে মাঠে আসেন।’
রবিবার সকালে মুম্বই হাফ ম্যারাথনে গিয়েছিলেন সচিন। সেখানে তিনি বলেন, ‘স্মিথ লর্ডসে চোট পেল যেটা ভীষণ দুর্ভাগ্যজনক। তবে জোফ্রা আর্চার যেভাবে ওকে পরীক্ষার মুখে ফেলে দিয়েছিল, সেটা টেস্ট ক্রিকেটের পক্ষে খুব উত্তেজক। এতে টেস্ট ক্রিকেটের প্রতি মানুষের আগ্রহ বাড়বে। লর্ডসে প্রায় দেড় দিন খেলা নষ্ট হয়েছিল। তারপরেও শেষদিন যখন ইংল্যান্ড উইকেট তুলছিল আর অস্ট্রেলিয়াকে লড়াই করতে হচ্ছিল, ম্যাচ জমে উঠেছিল। টেস্ট ক্রিকেট এ জন্যই আকর্ষক।’
সচিন যোগ করেছেন, ‘এখন সকলেই টেস্ট ক্রিকেট নিয়ে কথা বলছে। সকলেই ভুলে গিয়েছেন চার-পাঁচ সপ্তাহ আগে ইংল্যান্ডে বিশ্বকাপ হয়েছে।’ তারপরই সচিন বলেছেন, ‘আকর্ষক উইকেট হলেই টেস্ট ক্রিকেট প্রাণ ফিরে পাবে। তবে পাটা ও ব্যাটিং সহায়ক উইকেট হলে টেস্ট ক্রিকেট পরীক্ষার মুখে পড়বে। জানি টেস্টের বিশ্বচ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে। তবে তার জন্য ক্রিকেটকে আরও আকর্ষণীয় করে তুলতে হবে। শুধু চ্যাম্পিয়নশিপ চালু করলেই ক্রিকেট আকর্ষক হবে না।’
টেস্ট ক্রিকেটকে বাঁচাতে হলে প্রাণবন্ত পিচ প্রয়োজন, বললেন তেন্ডুলকর
Web Desk, ABP Ananda
Updated at:
25 Aug 2019 01:31 PM (IST)
রবিবার সকালে মুম্বই হাফ ম্যারাথনে গিয়েছিলেন সচিন
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -