প্রধানমন্ত্রী এখন বাহরিনে। সেখানকার জাতীয় স্টেডিয়ামে অনাবাসী ভারতীয়দের উদ্দেশে বক্তৃতা দেন তিনি। ভারত ও বাহরিনের মধ্যে মহাকাশ প্রযুক্তি, সৌরশক্তি সহ বিভিন্ন বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আমি বাহরিনে আর প্রিয় বন্ধু অরুণ জেটলি নেই ভাবতেই পারছি না, আবেগপ্রবণ বার্তা প্রধানমন্ত্রীর
Web Desk, ABP Ananda | 24 Aug 2019 11:47 PM (IST)
প্রধানমন্ত্রী এখন বাহরিনে। সেখানকার জাতীয় স্টেডিয়ামে অনাবাসী ভারতীয়দের উদ্দেশে বক্তৃতা দেন তিনি।
ছবি সৌজন্যে ট্যুইটার
মানামা: প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির প্রয়াণে আবেগপ্রবণ হয়ে পড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, ‘আমি বাহরিনে আছি আর প্রিয় বন্ধু অরুণ জেটলি নেই, এটা ভাবতেই পারছি না। কয়েকদিন আগেই আমরা প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজকে হারিয়েছি। আজ আমরা প্রিয় বন্ধু অরুণ চলে গেলেন। মানুষ যখন জন্মাষ্টমী পালন করছেন, তখন আমি বন্ধু অরুণের মৃত্যুতে শোকপালন করছি।’