ব্র্যাভো যেভাবে দায়িত্ব নিয়ে খেলেছে, তাতে খুশি, বললেন ধোনি
ধোনি বলেছেন, আমরা আরও ভালো ব্যাট করতে পারতাম। তবে এই ম্যাচ থেকে অনেক ইতিবাচক বিষয়ও সামনে এসেছে। যে খেলোয়াড়দের আমরা পেয়েছি, তাতে আগামী ম্যাচগুলিতে ওরা দলকে ঠিকঠাক এগিয়ে নিয়ে যাবে। তবে চোট প্রবণ খেলোয়াড়দের বিষয়টি মাথায় রাখতে হবে।
দলের জয়ে খুশি হলেও কিছু উদ্বেগের কথাও শোনা গিয়েছে ক্যাপ্টেন কুলের গলায়। মুম্বই ৪ উইকেটে ১৬৫ রান তুলেছিল। এই রান রান তাড়ার কাজটা আরও ভালোভাবে করা যেতে পারত বলে মন্তব্য করেছেন ধোনি। কয়েকজন খেলোয়াড়ের চোট আঘাত নিয়েও চিন্তা ব্যক্ত করেছেন তিনি।
শেষ ওভারের আগের ওভারে যখন সাত বলে সাত রান দরকার তখন আউট হয়ে যান ব্র্যাভো। বাকি কাজটা চোট নিয়েও সম্পন্ন করেন কেদার যাদব। মুস্তাফিজুরের প্রথম তিনটি বলে রান নিতে পারেননি কেদার।আসলে চোটের জন্য পা ঠিক মতো চলছিল না। অপেক্ষা করছিলেন বাউন্ডারি মারার জন্য।শেষ ওভারের চতুর্থ বলটায় ছক্কা মেরে টাই করেন তিনি। পরের বল বাউন্ডারিতে পাঠিয়ে দলকে জয় এনে দেন কেদার। এক বল বাকি থাকতে এক উইকেটে ম্যাচ জিতে নেয় চেন্নাই।
ব্র্যাভোর ব্যাটিংয়ে ভর করেই হারের মুখ থেকে ফিরে গতবারের চ্যাম্পিয়ন মুম্বইয়ের বিরুদ্ধে জয় ছিনেয়ে নেয় চেন্নাই। ব্র্যাভোর সাতটি ছক্কা ও তিনটি বাউন্ডারির ইনিংস ম্যাচের রঙ বদলে দেয়। মিচেল ম্যাকক্লিহ্যাগনেন ও যশপ্রিত বুমরা স্লগ ওভারে বেধড়ক মার খেয়েছেন।
পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনের সময় ধোনি বলেছেন, চেন্নাই বনাম মুম্বইয়ের ম্যাচ সব সময়ই আকর্ষণীয় আর এবার দুবছর পর আমরা ফিরে এসেছি। সবমিলিয়ে দর্শকরা খুব ভালো খেলা দেখেছেন। যেভাবে ব্র্যাভো ব্যাটিং করল, তা সত্যিই দুরন্ত। এভাবে ওকে দায়িত্ব নিয়ে দেখে খুব খুশি।
দুবছরের নির্বাসন কাটিয়ে গতকাল রাতে এবারের আইপিএলের প্রথম ম্যাচে রুদ্ধশ্বাস জয় পেয়েছে চেন্নাই। ওয়াংখেড়েতে একটা সময় ১১৮ রানে ৮ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে গিয়েছিল। হার ছাড়া জয়ের আশা দেখছিলেন না দলের অতিবড় সমর্থকও। কিন্তু সেখান থেকেই পাশা উল্টে দিল ব্র্যাভোর ৩০ বলের ঝড় তোলা ইনিংস।
ডোয়েন ব্র্যাভোর শেষমুহুর্তে মারকাটারি ইনিংসের সৌজন্য মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে আইপিএলে দুরন্ত প্রত্যাবর্তন ঘটেছে চেন্নাই সুপার কিংসের। প্রায় খাদের কিণারা থেকে দলকে জয়ের রাস্তায় ফেরায় ব্র্যাভোর ৬৮ রানের বিধ্বংসী ইনিংস। ম্যাচের পর অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির গলায় এই ক্যারিবিয়ান ক্রিকেটারের উচ্ছ্বসিত প্রশংসা। যেভাবে দায়িত্ব নিয়ে দলকে ম্যাচ জিতিয়েছেন ব্র্যাভো, তার কোনও প্রশংসাই যথেষ্ট নয়। ধোনি বললেন, ব্র্যাভোকে এভাবে দায়িত্ব নিতে দেখে তিনি দারুণ খুশি।